বিজেপির পতাকা তুলে দিচ্ছেন রেখা পাত্র। —নিজস্ব চিত্র।
ভোটের মুখে ভাঙন শাসন দলে! হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ এলাকায় তৃণমূল এবং সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় দুশো পরিবার। বৃহস্পতিবার বসিরহাটের পদ্মপ্রার্থী রেখা পাত্রের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন ওই পরিবারগুলির সদস্যেরা। বিজেপিতে যোগদানকারীদের দাবি, শাসকদলের ‘অত্যাচার থেকে বাঁচতে’ এবং প্রধানমন্ত্রীর উন্নয়নে শামিল হতেই দল পরিবর্তন করছেন তাঁরা।
অন্য দিকে, রেখা জানিয়েছেন, তৃণমূল এবং সিপিএমের হাতে ‘অত্যাচারিত’ হওয়ার কারণেই বিজেপিতে যোগদান করেছেন তাঁরা। রেখার কথায়, ‘‘আজকে তৃণমূল এবং সিপিএম থেকে বিজেপিতে যোগদান করেছেন অনেকে। ওঁদের উপর যা অত্যাচার হয়েছে, তাতে ওঁরা অপেক্ষায় ছিলেন, এই দল থেকে কখন মুক্তি পাবেন। ওঁরা বিজেপিতে যোগদান করে মুক্তি পেয়েছেন। ওঁদের অপেক্ষা সফল হয়েছে। আমি আশা রাখি, ওঁরা আরও আগে যাবেন এবং বিজেপিকে এগিয়ে নিয়ে যাবেন। সিপিএম এবং তৃণমূলের ভয়ে কাজ করতে পারছিলেন না। আজ সুযোগ পেয়েছেন। সুযোগের ব্যবহার করে দেখাবেন।’’
শুক্রবার তৃণমূল ছেড়ে রেখার হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছেন পলাশ হাউলি। নিজেকে যোগেশগঞ্জ এলাকার প্রথম সারির তৃণমূল নেতা পরিচয় দিয়ে পলাশ বলেন, ‘‘আমরা তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, তাই তৃণমূলে থাকতে পারলাম না। আগামী দিনে বিজেপির সৈনিক হিসাবে কাজ করতে চাই। মানুষ দুর্নীতির আবহ থেকে মুক্তি পেতে চাইছে। তাই আমরা সকলে মিলে আন্দোলনে নেমেছি এবং বিজেপিতে যোগদান করেছি।’’