Gujarat

পাকিস্তানের জেলে ২৮ বছর বন্দি! বাড়ি ফিরলেন গুজরাতের কুলদীপ

১৯৯৪ সালের ২৩ মার্চ চরবৃত্তির অভিযোগে কুলদীপকে গ্রেফতার করা হয়েছিল পাকিস্তানে। তিন বছর আটক থাকার পর পাক সামরিক আদালতের নির্দেশে ২৫ বছরের কারাবাসের সাজা হয় তাঁর।

Advertisement

সংবাদ সংস্থা

আমদাবাদ শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৬
Share:

কুলদীপকে বরণ করছেন তাঁর পরিজনরা। ছবি এএফপি।

দীর্ঘ অন্ধকার পেরিয়ে আলোয় ফেরা! চরবৃত্তির অভিযোগে ২৮ বছর ধরে পাকিস্তানের জেলে দিন গুজরান করেছিলেন গুজরাতের কুলদীপ যাদব। অবশেষে জেলের সেই অন্ধকারাচ্ছন্ন জীবনে ইতি টেনে গত ২৫ অগস্ট ঘরে ফিরলেন ৫৯ বছর বয়সি ওই প্রৌঢ়।

Advertisement

পাকিস্তানের জেলে বন্দি থাকার সময় পরিবারের সঙ্গে তাঁর সমস্ত যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমদাবাদে নিজের বাড়িতে ফিরে ভাই-বোনদের সঙ্গে তাঁর পুনর্মিলনে যেন তাঁর জীবনে দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল।

Advertisement

১৯৯৪ সালের ২৩ মার্চ চরবৃত্তির অভিযোগে কুলদীপকে গ্রেফতার করা হয়েছিল পাকিস্তানে। তিন বছর তাঁকে আটক রাখার পর পাক সামরিক আদালতের নির্দেশে ২৫ বছরের কারাবাসের সাজা হয় তাঁর।বন্দিদশা ঘোচার পর সংবাদমাধ্যমে কুলদীপ বলেছেন, ‘‘কত দিন আর ভাই-বোনদের উপর নির্ভর করে থাকব? সরকারের কাছে আর্জি, যেন আমার পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। যে জামাটা পরে রয়েছি, সেটিও পাকিস্তানের। আমার নিজের পোশাক পর্যন্ত নেই।’’

পাকিস্তানে বন্দি ভারতীয়দের দুর্দশার দিকে আলোকপাত করতে সে দেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের কাছে আর্জি জানিয়েছেন কুলদীপ। তাঁদের যাতে দ্রুত এ দেশে ফিরিয়ে আনা হয়, সেই বার্তাও দিয়েছেন যাদব। পিটিআই-কে কুলদীপ বলেছেন, ‘‘পাকিস্তানের জেলে বন্দি ভারতীয়দের ফেরাতে ভারতে বন্দি পাকিস্তানিদের মুক্ত করা উচিত সরকারের।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement