আমদাবাদে বিজেপির রাজ্য সদর দফতরে উৎসবের মেজাজ। ছবি— পিটিআই।
খামভালিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর তুলনায় পিছিয়ে পড়েছেন আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাদভি। শুরুতে তিনি এগিয়ে ছিলেন। কিন্তু গণনা যত এগিয়েছে ততই পিছিয়ে পড়ছেন তিনি।
আগামী ১২ ডিসেম্বর (সোমবার) শপথ নিতে পারেন ভূপেন্দ্র পটেল ও তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। জানিয়ে দিলেন গুজরাত বিজেপির সভাপতি সিআর পাটিল।
গুজরাতে খাতা খুলল সমাজবাদী পার্টি (এসপি)। ‘গডমাদার’ সন্তোকবেন জাডেজার পুত্র কন্ধল জাডেজা কুটিয়ানা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। কন্ধল এর আগে এনসিপিতে ছিলেন।
বিজেপি— ৫৩.৬ শতাংশ
কংগ্রেস— ২৬.৪৯ শতাংশ
আপ— ১২.৮৫ শতাংশ
সূত্র: নির্বাচন কমিশন
বিজয় ঘোষণার আগেই উৎসবের মেজাজ গুজরাত বিজেপির কার্যালয়ে। ছবি: পিটিআই
গুজরাতে বিজেপির উৎসব শুরু। ছবি: পিটিআই
পিছিয়ে পড়েছিলেন। কিন্তু গণনা এগোতেই আবার এগিয়ে গেলেন ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা। জামনগর দক্ষিণ কেন্দ্রে পিছিয়ে আপ প্রার্থী।
ছবি: পিটিআই
বিজেপি— ১৫৫
কংগ্রেস— ১৮
আপ— ৭
অন্যান্য— ২
আসনে এগিয়ে রয়েছে।
বিজেপি— ৫৩.১ শতাংশ
কংগ্রেস— ২৬.৬ শতাংশ
আপ— ১৩.৮ শতাংশ
সূত্র: নির্বাচন কমিশন
গুজরাতের জামনগর দক্ষিণ কেন্দ্রে পিছিয়ে পড়লেন রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা। এগিয়ে গেল আপ।
১৯৮৫-তে মাধব সিংহ সোলাঙ্কির নেতৃত্বে কংগ্রেস পেয়েছিল ১৪৯টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ১৪টি আসন। এখনও পর্যন্ত গুজরাতে অত আসন কেউ জিততে পারেনি। এ বার কি সেই রেকর্ডও ভেঙে দেবে বিজেপি?
বিজেপি— ১৪৯
কংগ্রেস— ২৩
আপ— ৮
অন্যান্য— ২
আসনে এগিয়ে রয়েছে।
মোরবীর তিনটি আসনেই এগিয়ে বিজেপি প্রার্থীরা। এই মোরবীতেই ব্রিজ ভেঙে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। একটি ঘড়ি প্রস্তুতকারক সংস্থাকে ব্রিজের মেরামতির বরাদ দেওয়া নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। যদিও এখনও অধরা সেই সংস্থার কর্ণধার।
পোস্টাল ব্যালট গণনার সময় পিছিয়ে পড়েছিলেন। ইভিএম গণনা শুরু হতেই গুজরাতের বিরামগাম কেন্দ্রে এগোচ্ছেন বিজেপি প্রার্থী হার্দিক পটেল।
গুজরাতের বিরামগাম কেন্দ্রে বিজেপি প্রার্থী হার্দিক পটেল পিছিয়ে।
বিজেপি— ১১৮
কংগ্রেস— ৪২
আপ— ৬
অন্যান্য— ০
আসনে এগিয়ে রয়েছে।
গান্ধীনগর দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী অল্পেশ ঠাকোর এগিয়ে
গুজরাতের বদগামে পিছিয়ে কংগ্রেস প্রার্থী তথা দলিত নেতা জিগনেশ মেবাণী। এগিয়ে বিজেপি প্রার্থী।