প্রতীকী চিত্র।
বিয়ের সব আয়োজন শেষ, অতিথিরাও সকলে হাজির। ধুমধাম করে বরযাত্রী নিয়ে বিয়ে করতে এসেছিলেন বর। কিন্তু তাঁর শেষ মুহূর্তের খেয়ালে ভাঙল বিয়ে। পুলিশ তাঁকে আটকও করল।
উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা মোতিলাল। গত ১৮ জুন তাঁর কন্যা রমার সঙ্গে বিয়ে স্থির হয়েছিল বাদলের। অভিযোগ, বিয়ের মণ্ডপে বসে শেষ মুহূর্তে পণ দাবি করেন পাত্র। তিনি একটি বুলেট-বাইক এবং নগদ এক লক্ষ টাকা যৌতুক হিসাবে চান। সেই মুহূর্তেই বাইক এবং টাকা তাঁকে দিতে হবে বলে জানান যুবক।
পাত্রের শেষ মুহূর্তের এই চাহিদা মেটাতে পারেননি কনের পরিবার। যার ফলে বিয়ে ভেঙে দেন যুবক। এর পরেই কনের বাবা পুলিশের দ্বারস্থ হন। তিনি ওই যুবক এবং আরও ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কনের বাবার অভিযোগ, পণের দাবি মেটাতে না পারায় পাত্রপক্ষ বিয়ের আসরে বচসা শুরু করে। তিনি আরও জানিয়েছেন, চলতি মাসেই একটি বাইক কিনেছেন ওই যুবক। তা সত্ত্বেও বিয়ের সময় বুলেট চেয়েছেন তিনি।
কনের বাবার অভিযোগের ভিত্তিতে পাত্র-সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। যুবককে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। আকবরপুরের পুলিশ সুপারিনটেন্ডেন্ট অরুণ কুমার সিংহ জানিয়েছেন, পুলিশ কনের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।