প্রতীকী চিত্র
অন্য এক ব্যক্তিকে ফাঁসাতে গিয়ে নিজের তিন বছরের নাতনিকেই খুন করলেন রাজস্থানের বারাণ জেলার এক মহিলা। রামেশ্বর মোগ্যা নামে এক ব্যক্তির সঙ্গে দিন কয়েক আগেই ঝামেলায় জড়িয়ে ছিলেন বছর পঞ্চাশের ওই মহিলা ও তাঁর পরিবার।
জেরার সময়ে বক্তব্যে অসঙ্গতি দেখেই সন্দেহ হয় পুলিশের। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় কনকবাই নামে ওই মহিলাকে। বারাণের বোরিনা গ্রামে ঘটনাটি ঘটেছে। জল আনা নিয়ে গত মাসে বড় ঝামেলায় জড়ায় ওই দুই পক্ষ। যা হাতাহাতির পর্যায়েও পৌঁছে যায়। যার জেরে বেশ কয়েকজন আহতও হন, জানিয়েছেন পুলিশ সুপার বিনীতকুমার বনশল।
তদন্তে পুলিশ জানতে পারে, ওই ঘটনায় আঘাত পেয়েছিলেন রামেশ্বর মোগ্যার মেয়ে। রামেশ্বর যাতে থানায় অভিযোগ দায়ের না করেন, তার জন্য তাঁকে হুমকিও দেন কনকবাই নামে ওই অভিযুক্ত মহিলা। ভয়ে এলাকা ছেড়েও পালান রামেশ্বর। আর তার পরেই বদলা নিতে নিজের নাতনিকেই খুন করে রামেশ্বরের ঘাড়ে দায় চাপান কনকবাই। ঘটনার তদন্ত শুরু হতেই অভিযুক্তের বিভিন্ন কার্যকলাপে সন্দেহ জাগে পুলিশের।