Gold Smuggling

সোনা উদ্ধার, গারদে ২ বাংলাদেশি

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বাসটি আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় আসছিল শনিবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ০৭:৫৭
Share:

উদ্ধার হওয়া সোনা এবং ধৃতদের পেট্রাপোল শুল্ক অফিসের জিম্মায় দিয়েছে বিএসএফ। প্রতীকী ছবি।

আগাম খবর ছিল। তার ভিত্তিতেই একটি বাস পেট্রাপোল সীমান্তে পৌঁছতেই তাতে তল্লাশি চালিয়ে লাগেজ বগির ভিতরে পাওয়া গেল ৩০টি সোনার বিস্কুট। মোট ৩৪৯৯.১৪ গ্রাম ওজনের ওই সোনার বিস্কুটের বাজারদর এক কোটি ৯৩ লক্ষ ৮১ হাজার ৭৩৯ টাকা বলে বিএসএফ বা সীমান্তরক্ষী বাহিনী সূত্রের খবর।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বাসটি আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় আসছিল শনিবার। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে ওই সোনা উদ্ধারের ঘটনায় চোরাচালানের অভিযোগে বাসের বাংলাদেশি চালক মহম্মদ ফারহাদ ও কন্ডাক্টর মহম্মদ উমর ফারুককে গ্রেফতার করা হয়। বিএসএফের দাবি, ফারহাদ ও ফারুক জানিয়েছে, বহু দিন ধরেই তারা চোরাচালানের সঙ্গে যুক্ত। সোনার বিস্কুট তারা ঢাকার এক চোরাকারবারির কাছ থেকে নিয়ে কলকাতার নিউ মার্কেটে এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে যাচ্ছিল। এর জন্য তাদের ১০ হাজার টাকা পাওয়ার কথা ছিল। সেই সোনা এবং ধৃতদের পেট্রাপোল শুল্ক অফিসের জিম্মায় দিয়েছে বিএসএফ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement