গ্রেফতারের প্রতীকী চিত্র।
অসুস্থ স্ত্রীকে জ্যান্ত কবর দিয়ে মেরে ফেলার অভিযোগে এক ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে গোয়া পুলিশ।
গোয়ার মারমাভাদার বাসিন্দা ৪৬ বছরের তুকুকারাম শেটগাঁওকার। স্ত্রী তানভির অসুস্থতার জন্য তাঁর উপর সর্বদাই বিরক্ত থাকতেন তিনি। সেই বিরক্তি থেকেই গত বুধবার অসুস্থ স্ত্রীকে জ্যান্ত কবর দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। গোয়ার নারভেম গ্রামে চলছিল তিল্লারি সেচ প্রকল্পের কাজ। সেই নির্মীয়মাণ প্রকল্পের এলাকাতেই স্ত্রীকে কবর দেন তিনি।
বিষয়টি সামনে আসে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ। ওই সাইটের কর্মীরা মেশিন দিয়ে কাজের জন্য গর্ত করতে যান। সে সময় তুকুকারাম কর্মীদের মাটি খুঁড়তে বাধা দেন। কিন্তু সে কথা শোনেননি কনস্ট্রাকশন কর্মীরা। সেই গর্ত খুঁড়তে গিয়েই উঠে আসে এক মহিলার দেহ। তখনই পালিয়ে যায় ওই অভিযুক্ত।
এর পর পুলিশ আসে। দেহ ময়নাতদন্তের জন্য গোয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়। থানায় ডেকে পাঠানো হয় তুকুকারামকে। সেখানেই জেরায় মুখে সব কথা স্বীকার করে নেন তিনি। দাবি করেন, অভাবের কারণেই এ কাজ করেছেন তিনি। অভাবের কারণে তাঁর ১৪ বছরের ছেলের পড়াশোনাও বন্ধ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।
তাঁকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ২০১ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: গণধর্ষিতাকে ফের গণধর্ষণ করল অভিযুক্তরা!
আরও পড়ুন: ‘ধর্ষণ তো হয়নি, হলে দেখা যাবে! নালিশ নিল না উত্তরপ্রদেশ পুলিশ