Goa

Goa: আমাকে সিপিএম বার বার মারলেও গোপন আঁতাঁত করত কংগ্রেস, গোয়ায় খোঁচা মমতার

বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে মমতার দাবি, তৃণমূল-এমজিপি জোটই এখন গোয়ায় বিজেপি-র মূল প্রতিপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ১৫:৫২
Share:

গোয়ার সভায় মমতা। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

গোয়ার রাজধানী পানজিমে জনসভায় ফের কংগ্রেসকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে তাঁর মন্তব্য, ‘‘আপনারা নিজেরা কিছু করছেন না বলে, অন্য কেউ কিছু করবে না, এমন ভাবনা ভুল।’’

গোয়ায় তৃণমূলের সভায় মমতা তাঁর কংগ্রেস ছাড়ার কারণও ব্যাখ্যা করেন। তৃণমূলনেত্রীর অভিযোগ, ‘‘আমরাও কংগ্রেস করতাম। কিন্তু দেখেছি কংগ্রেস বরাবর গোপন সমঝোতা করে। পশ্চিমবঙ্গে সিপিএম আমাদের মারত। আর কংগ্রেস নেতৃত্ব সিপিএমের সঙ্গে গোপন সহযোগিতা করত। আমার শরীরের এমন অংশ নেই যেখানে আঘাত লাগেনি। অপারেশন হয়নি। হাত, পা, মাথা সব। কিন্তু তবুও সিপিএমকে কংগ্রেসের গোপন মদত দেওয়া দেখে ওই দল ছেড়েছিলাম।’’

Advertisement

বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, ‘‘তৃণমূল, এমজিপি এবং অন্যদের নিয়ে জোট তৈরি হয়ে গিয়েছে। এই জোটই এখন গোয়ায় বিজেপি-র মূল প্রতিপক্ষ।’’

গোয়ার সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা বোঝাতে গিয়ে মমতা জানান, দ্বিতীয় ইউপিএ সরকারের রেলমন্ত্রী থাকাকালীন তিনি গোয়ায় আন্তর্জাতিকক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসেছিলেন। দুর্ঘটনা এড়াতে রেলের ‘অ্যান্টি কলিশন ডিভাইস’ তৈরির কারখানা তৈরি করেছিলেন গোয়ার মারগাঁওয়ে। পানজিমের সভায় ‘জয় গোয়া’ স্লোগানও দেন তৃণমূল নেত্রী।

Advertisement

মঙ্গলবার বিকেলে রাজধানী পানজিমে সহযোগী দল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি)-র সঙ্গে যৌথ সভার পাশাপাশি আসানোরায় সভা করেন মমতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement