প্রতীকী চিত্র
মেয়েরা নিরাপদ মাতৃজঠরে। মেয়েরা নিরাপদ কবরে। বারবার অত্যাচার সহ্য করতে করতে চরম সিদ্ধান্ত নেওয়ার আগে একাদশ শ্রেণির ছাত্রী এ কথাই লিখেছিলেন। গত কয়েক দিন ধরে কী অবর্ণনীয় অত্যাচার তাঁকে সহ্য করতে হয়েছে, তা লুকিয়ে রয়েছে এই বাক্যগুলির মধ্যে। যা টের পায়নি তাঁর পরিবারও। শনিবার চেন্নাইয়ে নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন স্কুলছাত্রী। আত্মহত্যার আগে তিনি আরও লেখেন, ‘যৌন হেনস্থা বন্ধ হোক। প্রত্যেক মা-বাবা তাঁদের ছেলেদের শেখান, কী ভাবে একটি মেয়ের সঙ্গে ব্যবহার করতে হয়।’ শেষ করেন ‘ন্যায়বিচার চাই’ লিখে। সেখানেই লেখেন, তিন বার যৌন হেনস্থার শিকার হন তিনি। ঘণ্টাখানেকের জন্য বাজারে গিয়েছিলেন নির্যাতিতার মা। ফিরে দেখেন, তাঁর মেয়ে আত্মঘাতী হয়েছে। সোমবার অত্যাচারে অভিযুক্ত ২১ বছরের কলেজ ছাত্রকে চেন্নাই থেকেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই তরুণ অপরাধের কথা কবুল করেছেন। ওই তরুণীকে আরও কেউ হেনস্থা করেছিলেন কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। এক পুলিশ কর্তা বলেন, ‘‘যৌনহেনস্থা করার পর থেকে নানা ভাবে ওই তরুণ উত্যক্ত করছিলেন ওই তরুণীকে। অশালীন মেসেজ এবং ছবি পাঠাচ্ছিলেন। এই সবের আগে আট মাস ধরে ওই তরুণীর সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল।’’