নির্মলা জানিয়েছেন, নীরব মোদী বা বিজয় মাল্যর মতো ঋণখেলাপিদের বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে ব্যাঙ্কগুলি ১৩১০৯ কোটি টাকা উদ্ধার করেছে।
ঋণখেলাপিদের সম্পদ বিক্রি করে কয়েক হাজার কোটি টাকা উদ্ধার করেছে ব্যাঙ্কগুলি। সোমবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, নীরব মোদী বা বিজয় মাল্যর মতো ঋণখেলাপিদের বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে ব্যাঙ্কগুলি ১৩১০৯ কোটি টাকা উদ্ধার করেছে। এক প্রশ্নের উত্তরে সীতারামন জানান, গত সাত বছরে অনাদায়ী ঋণ বাবদ পাঁচ লক্ষ ৪৯ হাজার কোটি টাকা উদ্ধার করেছে ব্যাঙ্কগুলি।
দেশের বিভিন্ন ব্যাঙ্কে হাজার হাজার কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে বেশ কিছু ব্যবসায়ী তথা শিল্পপতির। ওই সমস্ত ঋণখেলাপিদের একাংশ আবার বিদেশে পালিয়ে গিয়েছেন। অন্য দিকে মুক্ত অর্থনীতির খোলা হাওয়ায় ব্যাঙ্কের আমানতের উপর সুদ কমছে প্রতি বছরই। এর ফলে দেশের মানুষ বিশেষত আমানতের সুদের উপর নির্ভরশীল অবসরপ্রাপ্ত মানুষজনের উদ্বেগ বেড়েছে। এ নিয়ে জনমানসে অসহায়তার পাশাপাশি সরকারের বিরুদ্ধে ক্ষোভও রয়েছে বলে সংশ্লিষ্ট মহলের একাংশের ধারণা।
‘কালা ধন’ বিদেশ থেকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি শোনা গিয়েছে মোদীর মুখে। মেহুল চোক্সী, নীরব মোদী, বিজয় মাল্যদের মতো আরও ঋণখেলাপি রয়েছেন যাঁদের সম্মিলিত অনাদায়ী ঋণের পরিমাণ কয়েক লক্ষ কোটি। সেই অনাদায়ী ঋণের পাহাড় ব্যাঙ্কগুলিকে যেমন দুর্বল করেছে, তেমনই সাধারণ দেশবাসীকে শঙ্কায় রেখেছে। এর পাশাপাশি একাংশ মনে করেন, ব্যাঙ্কিং ব্যবস্থায় সংস্কারের ফলে আগামী দিনে ব্যাঙ্কের স্বাস্থ্য কতটা ফিরবে তা এখনই নিশ্চিত বলা না গেলেও সাধারণ মানুষের আমানতের সুরক্ষা অনেকটা অনিশ্চিত হয়ে পড়ছে।