Murder

বিয়ে করতে চেয়েছিলেন প্রেমিকা, খুন করে দেওয়ালে পুঁতে দিল প্রেমিক

৩২ বছরের মৃত মহিলার কঙ্কাল ওই ফ্ল্যাটের দেওয়াল ভেঙে উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ১৭:২৮
Share:

প্রতীকী ছবি

প্রেমিকাকে খুন করে ফ্ল্যাটের দেওয়ালে পুঁতে দেওয়ার অভিযোগে মহারাষ্ট্রের পালঘর জেলা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে এই যুগলের মধ্যে সম্পর্ক ছিল বলে পুলিশ জানতে পেরেছে। পুরুষ সঙ্গীর থেকে বয়েসে বড় হওয়ায় প্রেমিকা বার বার বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। সেই কারণেই প্রেমিকাকে মেরে ফ্ল্যাটের দেওয়ালে পুঁতে দিয়েছিল প্রেমিক।

Advertisement

৩২ বছরের মৃত মহিলার কঙ্কাল ওই ফ্ল্যাটের দেওয়াল ভেঙে উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, গত বছর অক্টোবর মাসে প্রেমিকাকে খুন করে ওই ব্যক্তি। ভনগাঁও এলাকার ওই ফ্ল্যাটের দেওয়াল ভেঙে তার পর গেঁথে দেয় দেওয়ালে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, দু’জনের মধ্যে শেষ ৫ বছর ধরে সম্পর্ক ছিল। অক্টোবরের ২১ তারিখে ওই যুবতীকে শেষ বারের জন্য দেখা যায়। তার পরেই যুবতীর পরিবারের পক্ষ থেকে তাঁর খোঁজ খবর শুরু হয়। দীর্ঘদিন বাড়িতে না ফেরায় শেষ পর্যন্ত পুলিশে খবর দেন পরিবারের লোকেরা।

Advertisement

অভিযুক্তের বিরুদ্ধে খুন ও অন্য বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন: দেশের প্রথম টিকা পেলেন এমসের এক সাফাই কর্মী

আরও পড়ুন: কোভ্যাক্সিন প্রাপকদের অনুমতিপত্রে স্বাক্ষর, পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্ষতিপূরণ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement