Molestation

Girl sexually harassed: প্রকাশ্য রাস্তায় টেনে হিঁচড়ে তরুণীকে যৌন হেনস্থা একদল তরুণের, ভাইরাল ভিডিয়ো

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ভিডিয়োটি কয়েকদিন আগের তোলা। আলিরাজপুরে জেলার বলপুর গ্রামের বিখ্যাত আদিবাসী উৎসব ভাগোরিয়া চলার সময় এই হেনস্থার ঘটনা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৬:১৯
Share:

প্রতীকী চিত্র

প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল একদল তরুণের বিরুদ্ধে। নেটমাধ্যমে এই হেনস্থার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই দ্রুত তা ভাইরাল হয়। আলিরাজপুর জেলার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ভিডিয়োটি কয়েকদিন আগের তোলা। আলিরাজপুরে জেলার বলপুর গ্রামের বিখ্যাত আদিবাসী উৎসব ভাগোরিয়া চলার সময় এই হেনস্থার ঘটনা হয়।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে ওই তরুণদের যেতে দেখে মেয়েটি গাড়ির পাশে নিজেকে লোকানোর চেষ্টা করে। প্রথমে একজন টেনে ধরে তাঁকে যৌন হেনস্থা করে। পরে একদল আরও একদল তরুণ তাঁকে হেনস্থা করতে শুরু করে।

Advertisement

পুলিশ জানিয়েছে, পাশ্ববর্তী ধর জেলায় মেয়েটি যে গ্রামে থাকে সেই একই গ্রামে ওই তরুণরা থাকে। আলিরাজপুর জেলার পুলিশ সুপার মনোজ সিংহ জানিয়েছেন, পুলিশ স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে একটি মামলা শুরু করেছে। তিনি বলেন, ‘‘আমরা অভিযুক্তদের চিহ্নিত করতে পেরেছি। আমরা দ্রুত তাদের গ্রেফতার করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement