Accident

বাইসাইকেলে চেপে শিশু, উল্টো দিক থেকে ধাক্কা দিল গাড়ি, পিষে দিল চাকা, তার পর?

ফুটেজে দেখা গিয়েছে, পাড়ার রাস্তায় তিন চাকার সাইকেল চালাচ্ছিল শিশুটি। সামনে থেকে এসে পড়ে একটি সাদা গাড়ি। সেটির ধাক্কায় পড়ে যায় মেয়েটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৫:৩৪
Share:

গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে যায় মেয়েটি। — ছবি ভিডিয়ো থেকে।

রাখে হরি...! প্রবাদটা সত্যি প্রমাণিত হল আরও এক বার। ছোট্ট শিশু সাইকেল চালাচ্ছিল গলিতে। ধাক্কা দেয় একটি গাড়ি। কিন্তু তার পর যা ঘটল, তা বিশ্বাস করা কঠিন! নেটাগরিকরা হতবাক এই কাণ্ড দেখে। অনেকেই সবের নেপথ্যে দেখছেন ঈশ্বরের হাত। অনেকে আবার দুষছেন শিশুটির বাবা-মাকে।

Advertisement

গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা গিয়েছে, পাড়ার রাস্তায় তিন চাকার সাইকেল চালাচ্ছিল শিশুটি। সামনে থেকে এসে পড়ে একটি সাদা গাড়ি। সেটির ধাক্কায় পড়ে যায় মেয়েটি। তার উপর উঠে যায় গাড়ির চাকা। এর পর কোনও মতে ব্রেক কষে গাড়ি থামান চালক। শিশুটি তখনও গাড়ির নীচে।

টুইটারে সেই ভিডিয়ো দেখলে প্রথমটায় দম আটকে আসে। চোখ খুলে রাখা যায় না। ঘটনার পর শিশুটি প্রাণে বাঁচবে কি না, সেই নিয়েই সংশয় তৈরি হয়। বাস্তবে যা হল, তা মিরাকল বললেও কম হয়। গাড়িটি ব্রেক কষে থেমে গেলে শিশুটি কোনও সাহায্য ছাড়াই উঠে আসে। তার পর হেঁটে চলে যায়। দেখে স্বস্তির শ্বাস পড়ে নেটাগরিকদের। অনেকেই বলেছেন, গলিতে চালানোর সময় গাড়ির চালকের আরও সতর্ক হওয়া উচিত। অনেকে মনে করেছেন, বাচ্চাটিকে একা রাস্তায় ছেড়ে দেওয়া উচিত হয়নি অভিভাবকদের। তবে সকলেই একযোগে বাচ্চাটিকে কুর্নিশ জানিয়েছেন।

Advertisement

অগস্টে রাজস্থানের হনুমানগড়ে প্রায় একই ঘটনা হয়। সাইকেল চালাচ্ছিল দু’টি শিশু। তাদের ধাক্কা দেয় একটি গাড়ি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়ির ধাক্কায় শিশু দু’টি উড়ে গিয়ে ছিটকে পড়ে। যদিও ঘাতক গাড়ি না দাঁড়িয়েই চলে যায়। চলতি মাসের শুরুতে দিল্লির রোহিণীর গলিতে খেলছিল দু’বছরের একটি শিশু। তাকে চাপা দিয়ে চলে যায় একটি গাড়ি। মারা যায় শিশুটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement