Leopard attack

মন্দির যাওয়ার পথে বিপদ! চিতাবাঘের আক্রমণে প্রাণ গেল নাবালিকার

চিতাবাঘের আক্রমণে এক নাবালিকার মৃত্যু হল। ঘটনাটি উত্তরপ্রদেশের। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫১
Share:

উত্তরপ্রদেশে চিতাবাঘের হানায় মৃত্যু হল নাবালিকার। ফাইল চিত্র।

চিতাবাঘের আক্রমণে মৃত্যু হল ১৪ বছরের এক নাবালিকার। ঘটনাটি উত্তরপ্রদেশের বিজনৌরের। শনিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় মায়ের সঙ্গে মন্দির যাচ্ছিল অদিতি নামের ওই নাবালিকা। সেই সময়ই একটি চিতাবাঘের আক্রমণের মুখে পড়ে ওই নাবালিকা। চিতাবাঘকে দেখে চিৎকার জুড়ে দেন ওই নাবালিকা এবং তার মা। তার পরই ঘটনাস্থলে ছুটে যান এলাকাবাসী। এর পরই পালিয়ে যায় চিতাবাঘটি। এমনটাই জানিয়েছেন সার্কেল অফিসার সংগ্রাম সিংহ।

Advertisement

গুরুতর জখম অবস্থায় নাবালিকাকে তড়িঘড়ি একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ছোটা কিরাটপুর গ্রামের বাসিন্দা ছিল ওই নাবালিকা। চিতাবাঘের আক্রমণে প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement