Accident

মুম্বইয়ের বহুতলের সপ্তম তলার বারান্দা থেকে নীচে পড়ে গেল শিশুকন্যা, তার পর?

শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযোগ, সংস্কারের কাজের জন্য বহুতলের বারান্দায় কাচের বেষ্টনী খুলে রাখা হয়েছিল। এর ফলেই বারান্দা থেকে পড়ে যায় ওই শিশুকন্যা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৩ ১৪:৪৮
Share:

বহুতলের বারান্দা থেকে পড়ে গিয়ে জখম শিশুকন্যা। প্রতীকী ছবি।

বহুতলের বারান্দা থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হল ৪ বছরের এক শিশুকন্যা। মুম্বইয়ের পূর্ব আন্ধেরি এলাকায় মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযোগ, সংস্কারের কাজের জন্য বহুতলের বারান্দায় কাচের বেষ্টনী খুলে রাখা হয়েছিল। এর ফলেই বারান্দা থেকে পড়ে যায় ওই শিশুকন্যা।

Advertisement

এই ঘটনায় বিল্ডার, ঠিকাদার, আবাসনের সেক্রেটারি-সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই বহুতলের সপ্তম তলার বারান্দা থেকে নীচে পড়ে যায় শিশুটি।

শিশুটির বাবা কুমার সৌরভ প্রসাদ অভিযোগ করেছেন, বহুতলে সংস্কারের কাজের জন্য বারান্দায় কাচের বেষ্টনী খুলে রেখেছিলেন আবাসন কর্তৃপক্ষ। কোনও কিছু দিয়ে ঘেরা ছিল না বারান্দা। তাঁর আরও অভিযোগ, সংস্কারের কাজের জন্য বাসিন্দাদের আগে থেকে জানানোর কথা ছিল। কিন্তু তাঁরা কাজ শুরুর ১ ঘণ্টা আগে জানান।

Advertisement

ঘটনার সময় শিশুটির মা এবং বাবা অফিসে ছিলেন। দাদু-দিদিমার সঙ্গে বাড়িতে ছিল শিশুকন্যা। বারান্দার বেষ্টনী খুলে ফেলায় নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলতে নীচে গিয়েছিলেন তার দাদু। সেই সময়ই বারান্দা থেকে শিশুটি পড়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement