—প্রতীকী চিত্র।
প্রেমিকের সঙ্গে পালাতে অপহরণের গল্প ফাঁদল কিশোরী। তাকে অপহরণ করা হয়েছে— বাড়িতে এই কথা জানিয়ে প্রেমিকের সঙ্গে মহারাষ্ট্র থেকে কলকাতায় পালাল ওই কিশোরী। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
মহারাষ্ট্রের পালঘরের ভিরার এলাকার বাসিন্দা ১৭ বছরের ওই কিশোরী। একটি সংস্থায় সাফাই বিভাগে কাজ করে সে। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার অফিসে গিয়েছিল ওই কিশোরী। তার পর আর বাড়ি ফেরেনি সে। কিশোরীর খোঁজ না পেয়ে তার খোঁজ শুরু করে পরিবার। সেই সময় ভাইকে হোয়াট্সঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে কিশোরী জানায় যে, তাকে অপহরণ করা হয়েছে। এর পরেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার।
ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ ধারায় (অপহরণ) মামলা রুজু করে পুলিশ। তদন্তে নেমে পরে পুলিশ জানতে পারে যে, প্রেমিকের সঙ্গে কলকাতা পালিয়েছে কিশোরী। আর সেই কারণেই অপহরণের গল্প ফেঁদেছে সে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের উদ্ধার করা হয়নি।