Monkey Attack

বাঁদর ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিল দশম শ্রেণির ছাত্রীকে! বাড়ির উঠোনেই মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

বিহারের সিওয়ান জেলার একটি গ্রামে বাঁদরের আক্রমণে প্রাণ গেল কিশোরীর। সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। বাঁদরের ধাক্কায় সে ছাদ থেকে নীচে পড়ে যায় এবং মাথায় চোট পায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ০৯:১৫
Share:

বিহারের সিওয়ানে বাঁদরের ধাক্কায় ছাদ থেকে পড়ে গিয়ে কিশোরীর মৃত্যু। —ফাইল চিত্র।

দশম শ্রেণির ছাত্রীকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিল বাঁদর! বাড়ির উঠোনে পড়ে গিয়ে মাথায় চোট পায় ওই কিশোরী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কিশোরীর পরিবার তথা গোটা গ্রামে।

Advertisement

বিহারের সিওয়ান জেলার ভগবানপুর থানা এলাকার ঘটনা। মঘার গ্রামের বাসিন্দা প্রিয়া কুমার গ্রামেরই স্কুলে দশম শ্রেণিতে পড়ত। সামনে তার মাধ্যমিক পরীক্ষা। শনিবার দুপুরে সে বাড়ির ছাদে বসে পড়াশোনা করছিল। শীতের দুপুরে রোদ পোহাতে গিয়ে যে এমন বিপদ নামবে, ভাবতে পারেনি কিশোরী। আচমকা ছাদে চলে আসে বাঁদরের দল। কিশোরী ভয় পেয়ে যায়। ছাদ থেকে সিঁড়ির কাছেও যেতে পারেনি সে।

বাঁদরগুলি কিশোরীকে বার বার আক্রমণ করছিল। গ্রামের লোকজন তাদের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন। নীচ থেকে তাঁরাও চিৎকার করছিলেন। পিছোতে পিছোতে ছাদের একেবারে ধারে চলে যায় কিশোরী। একটি বাঁদর তাকে সজোরে ধাক্কা মারে। কিশোরী আর ভারসাম্য রাখতে পারেনি। ছাদ থেকে সে পড়ে যায়।

Advertisement

মাথার পিছনে গুরুতর আঘাত পায় কিশোরী। রক্তাক্ত অবস্থায় তাকে সিওয়ান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েক দিন ধরে এলাকায় বাঁদরের উৎপাত বেড়েছে। পথচলতি মানুষও বাঁদরের উৎপাতে অতিষ্ঠ। জানলা দিয়ে বাড়িতে ঢুকে পড়া থেকে শুরু করে যখন-তখন আক্রমণ লেগেই আছে। ভগবানপুর থানার এসএইচও সুজিত কুমার চৌধরি জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে তাঁরা গ্রামে পৌঁছেছিলেন। কিন্তু কিশোরীর পরিবার ময়নাতদন্তে সম্মতি দেয়নি। থানায় কোনও অভিযোগও দায়ের করেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement