Borewell

খেলতে গিয়ে কুয়োয় পড়ে গিয়েছিল আড়াই বছরের শিশুকন্যা, তার পর ঘটল ‘মিরাকল’

ওড়িশার বোলানগির এলাকায় খেলতে গিয়ে কুয়োয় পড়ে গিয়েছিল এক শিশুকন্যা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ১২:৪২
Share:

ছবি: সংগৃহীত।

খেলতে গিয়ে কুয়োয় পড়ে গিয়েছিল আড়াই বছরের এক শিশুকন্যা। দমকল বাহিনীর তৎপরতায় জীবিত অবস্থায় ওই শিশুকন্যাকে উদ্ধার করা হল। ঘটনাটি ওড়িশার বোলানগির এলাকার।

Advertisement

শুক্রবার পদমপুর গ্রামে খেলতে গিয়ে কুয়োয় পড়ে গিয়েছিল ওই শিশুকন্যা। এই ঘটনার পর শিশুকন্যার খোঁজ শুরু হয়। পরে শিশুকন্যাটির পরিবার বুঝতে পারে যে, সে কুয়োয় পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। তার পর শুরু হয় উদ্ধারকাজ।

পুরোদমে উদ্ধারকাজের পর কুয়ো থেকে শিশুকন্যাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। যা ‘মিরাকল’ হিসাবেই দেখছেন স্থানীয়রা। শিশুকন্যাকে উদ্ধারের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। সঠিক সময় উদ্ধারকাজ শুরু হওয়ায় শিশুটিকে বাঁচানো গিয়েছে বলে মনে করছেন বাসিন্দারা।

Advertisement

কিছু দিন আগে মধ্যপ্রদেশের সেহোরে ৩০০ ফুট কুয়োয় পড়ে গিয়েছিল আড়াই বছরের এক শিশু। তবে তাকে বাঁচানো যায়নি। প্রায় তিন দিন পর কুয়ো থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement