—প্রতীকী চিত্র।
বাবা মদ্যপ, প্রতি দিনই মদ খান। তার পর নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বাবার এই মাতলামির ‘অত্যাচার’ সহ্য করতে না পেরে গলায় দিয়ে আত্মহত্যা করলেন তরুণী। ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি হায়দরাবাদের কচেগুড়া এলাকার। মৃত তরুণীর নাম জি সৌম্যা (২১)। তাঁর বাবা পেশায় সাফাইকর্মী। অভিযোগ, অত্যধিক পরিমাণে মদ খান তিনি। একে প্রতি দিনের অভ্যাসে পরিণত করেছিলেন। নেশার ঘোরে কন্যা এবং পুত্রের সঙ্গে প্রায়ই বচসায় জড়িয়ে পড়তেন ওই ব্যক্তি। তাঁর সেই অভ্যাসই কাল হল।
মৃত তরুণীর ভাই পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার বাবার ফোন পেয়ে তিনি কলেজ থেকে দ্রুত বাড়ি ফেরেন। দেখা যায়, দিদির ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। দীর্ঘ ক্ষণ দরজা বন্ধ থাকায় এবং ডেকে ডেকে কোনও সাড়া না মেলায় দরজা ভেঙে ফেলেন যুবক। ঘরের ভিতর থেকে তরুণীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। যুবক জানিয়েছেন, তাঁর দিদি অত্যন্ত সংবেদনশীল প্রকৃতির মানুষ ছিলেন। নেশাগ্রস্ত বাবার অশান্তি তিনি সহ্য করতে পারতেন না। সেই নিয়েই মন খারাপ করে থাকতেন। অবসাদের জেরে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তরুণী।
পুলিশ জানিয়েছে, তরুণীর মা-ও বছর দশেক আগে পারিবারিক অশান্তির কারণেই আত্মঘাতী হয়েছিলেন। মায়ের পথেই হেঁটেছেন কন্যাও। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।