UP Death

সারাক্ষণ ফোনে কথা, মায়ের বকুনি খেয়ে চরম সিদ্ধান্ত ১৫ বছরের কিশোরীর

উত্তরপ্রদেশের কিশোরীর দেহ উদ্ধার করা হয়েছে তার ঘর থেকে। অভিযোগ, অনেক ক্ষণ ধরে ফোনে কথা বলায় তার মা তাকে বকেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

লখনউ শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ২২:১২
Share:

—প্রতীকী চিত্র।

মায়ের বকুনি খেয়ে আত্মহত্যা করল কন্যা। ১৫ বছরের কিশোরীকে তার মা ফোনে কথা বলা নিয়ে বকাঝকা করেছিলেন। তার পরেই সে আত্মহত্যা করে বলে অভিযোগ। যদিও তার পরিবারের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা আত্মহত্যার অন্য সম্ভাব্য কারণ দেখিয়েছেন।

Advertisement

উত্তরপ্রদেশের জালৌন শহরের ঘটনা। বুধবার রাতে কিশোরীর দেহ উদ্ধার করা হয়েছে তার ঘর থেকে। পুলিশ জানিয়েছে, কিশোরী মোবাইল ফোনে দীর্ঘ ক্ষণ কথা বলছিল। তা দেখে তার মা বকাঝকা করেন। ফোন কেড়ে নেন। তার পরেই রাতে কিশোরী আত্মহত্যা করে।

কিশোরীর পরিবারের দাবি, এক প্রতিবেশী যুবকের সঙ্গে ঝামেলা হয়েছিল তাদের মেয়ের। তার জেরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ওই যুবকের সঙ্গেই ঘণ্টার পর ঘণ্টা সে ফোনে কথা বলত বলে জানিয়েছেন পরিবারের সদস্যেরা।

Advertisement

পুলিশ জানিয়েছে, কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট আসার পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement