—প্রতীকী চিত্র।
মায়ের বকুনি খেয়ে আত্মহত্যা করল কন্যা। ১৫ বছরের কিশোরীকে তার মা ফোনে কথা বলা নিয়ে বকাঝকা করেছিলেন। তার পরেই সে আত্মহত্যা করে বলে অভিযোগ। যদিও তার পরিবারের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা আত্মহত্যার অন্য সম্ভাব্য কারণ দেখিয়েছেন।
উত্তরপ্রদেশের জালৌন শহরের ঘটনা। বুধবার রাতে কিশোরীর দেহ উদ্ধার করা হয়েছে তার ঘর থেকে। পুলিশ জানিয়েছে, কিশোরী মোবাইল ফোনে দীর্ঘ ক্ষণ কথা বলছিল। তা দেখে তার মা বকাঝকা করেন। ফোন কেড়ে নেন। তার পরেই রাতে কিশোরী আত্মহত্যা করে।
কিশোরীর পরিবারের দাবি, এক প্রতিবেশী যুবকের সঙ্গে ঝামেলা হয়েছিল তাদের মেয়ের। তার জেরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ওই যুবকের সঙ্গেই ঘণ্টার পর ঘণ্টা সে ফোনে কথা বলত বলে জানিয়েছেন পরিবারের সদস্যেরা।
পুলিশ জানিয়েছে, কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট আসার পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।