Suicide

Girl commits suicide: পাশ করব তো! এই দোটানায় জীবনের পরীক্ষায় হারলেন ছাত্রী, বেছে নিলেন চরম পথ

গত বছর নিট পরীক্ষায় ব্যর্থ হন তিনি। এ বার পাশ করার লক্ষে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ১৭ জুলাই পরীক্ষার ঠিক আগের দিন আত্মঘাতী হলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ২১:১৭
Share:

প্রতীকী ছবি।

পরীক্ষায় পাশ করব তো! এ নিয়ে দোটানায় জীবনের পরীক্ষায় হেরে গেলেন ছাত্রী। বেছে নিলেন চরম পথ। শনিবার তামিলনাড়ুর আরিয়ালুরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনাটি। তাঁর ঝুলন্ত মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তাতে লেখা, পরীক্ষায় ব্যর্থ হওয়ার ভয়েই চরম পথ বেছে নিলেন তিনি।

Advertisement

গত শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় যথেষ্ট ভাল ফল করেছিলেন ওই ছাত্রী। লক্ষ্য ছিল, ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট দিয়ে চিকিৎসক হওয়া। কিন্তু গত বছর নিট পরীক্ষায় ব্যর্থ হন তিনি। এ বার পাশ করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ১৭ জুলাই পরীক্ষার ঠিক আগের দিন আত্মঘাতী হলেন তিনি।

আরিয়ালুর থানায় দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ছাত্রীর পরিবারের তরফে অবশ্য পড়াশোনায় চাপ দেওয়ার কথা অস্বীকার করা হয়েছে। পরিবারের দাবি, মেয়েকে কখনওই ডাক্তার হওয়ার জন্য চাপ দেওয়া হয়নি। ‌ছোটবেলা থেকে তিনি নিজেই চিকিৎসক হতে চাইতেন। স্বভাবতই মেয়ের এমন পরিণতিতে শোকে মুহ্যমান পরিবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement