Crime

নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলল অত্যাচার, ধৃত আট

একটি ফাঁকা বাংলোয় নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নাবালিকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ৮ জনকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৫:৩৪
Share:

নাবালিকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। প্রতীকী ছবি।

নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল মহারাষ্ট্রের পালঘর এলাকায়। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে নাবালিকার উপর শারীরিক অত্যাচার করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ৮ যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে।

Advertisement

১৬ ডিসেম্বর, শুক্রবার রাতে তরুণীকে প্রথমে মাহিম গ্রামে একটি ফাঁকা বাংলোয় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এর পর গ্রাম সংলগ্ন সৈকত এলাকায় নাবালিকাকে নিয়ে গিয়ে সেখানে যৌন হেনস্থা করা হয়। শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ওই নাবালিকার উপর যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ।

শনিবার পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তার অভিযোগের ভিত্তিতে রবিবার ভোরে ৮ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি, ৩৬৬ এ, ৩৪১, ৩৪২, ৩২৩ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

Advertisement

তবে অভিযুক্তদের খপ্পর থেকে কী ভাবে ওই নাবালিকা বেরোল ও কী ভাবে অভিযুক্তরা তাকে বাংলোতে নিয়ে গেলেন, সে ব্যাপারে এখনও জানা যায়নি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement