প্রতীকী ছবি।
পরিযায়ী শ্রমিকের শিশুকন্যাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল কেরলে। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে এর্নাকুলামে। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে শিশুটিকে দেখতে পান স্থানীয়রা। তার পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
পুলিশ সূত্রে খবর, এক ব্যক্তি পরিযায়ী শ্রমিকের ঘরে ঢুকে শিশুটিকে তুলে নিয়ে যান। সেই সময় তাঁরা ঘুমোচ্ছিলেন। আর সেই সুযোগে ঘরে ঢুকে শিশুটিকে নিয়ে যান ওই ব্যক্তি। বেশ কিছু ক্ষণ পরে রাস্তার ধারে শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, শিশুটিকে এক জন অচেনা লোক নিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় লোকটির পিছু নেন তিনি। কিন্তু তৎক্ষণাৎ শিশুটিকে নিয়ে সরে পড়েন ওই ব্যক্তি।
এর্নাকুলামের পুলিশ সুপার (গ্রামীণ) বিবেক কুমার জানিয়েছেন, শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।
মাসখানেক আগেই এই এর্নাকুলামেই এক শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। ঘটনাচক্রে, সেই শিশুকন্যাটিও ছিল এক পরিযায়ী শ্রমিকের। সেই ঘটনায় এর্নাকুলামে ক্ষোভ ছড়ায়। অভিযুক্তের শাস্তির দাবিতে জেলার দিকে দিকে প্রতিবাদ, মিছিল হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ধর্ষণের ঘটনায় নিরাপত্তা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন জেলাবাসীরা। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তাঁকে দ্রুত গ্রেফতার করা হবে।