প্রতীকী ছবি।
ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ক্রমে বাড়ছে। প্রায় ১২ হাজারের কাছে ছুঁতে চলেছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে এই রোগের চিকিৎসায় ওষুধের ঘাটতি। এ বার সেই ওষুধের ঘাটতি মেটাতেই এগিয়ে এল আমেরিকার সংস্থা জিলেড সায়েন্সেস।
ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ অ্যাম্ফোটেরিসিন-বি ভারতকে সরবরাহ করবে জিলেড। জানা গিয়েছে, প্রায় ১০ লক্ষ ডোজ ভারতে পাঠাবে তারা। ইতিমধ্যেই ১ লক্ষ ২১ হাজার ডোজ পাঠিয়েছে সংস্থাটি। আরও ৮৫ হাজার ডোজ পাওয়ার অপেক্ষায় ভারত।
সংবাদ সংস্থা এএনআই-কে সরকারি এক সূত্র জানিয়েছে, অ্যাম্ফোটেরিসিনের ঘাটতি মেটাতে সরকার কাজ করছে। ইতিমধ্যেই আরও পাঁচটি সংস্থাকে এই ওষুধ তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছে।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭১৭। যার মধ্যে বেশির ভাগই গুজরাত, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ, এই তিন রাজ্য থেকে। শীর্ষ স্থানে রয়েছে গুজরাত।
(‘মিউকরমাইকোসিস’ আদৌ ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নয়। বস্তুত, ‘ব্ল্যাক ফাঙ্গাস’ বলে কোনও রোগ নেই বলে জানাচ্ছেন চিকিৎসকরা। অথচ ঘটনাচক্রে, রোগটি এই নামেই আমজনতার কাছে অনেক বেশি পরিচিত। সেই কারণেই আনন্দবাজার ডিজিটাল সাধারণ ভাবে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নামটি ‘মিউকরমাইকোসিস’-এর ক্ষেত্রে ব্যবহার করছে। অজ্ঞানতাবশত নয়।)