Pit Bull Attack

নাবালকের কান কামড়ে ছিঁড়ে নিল পিটবুল! গাজিয়াবাদে গ্রেফতার ‘হিংস্র’ পোষ্যের মালিক

পোষ্যের মালিকের ছেলের দাবি, পিটবুলটিকে ক্ষেপিয়ে তোলে নাবালক। ইটের টুকরো ছুড়ে মারে। লাথি মেরে কুকুরের খাবারের প্লেটও উল্টে দেয়। তাতেই ক্ষেপে ওঠে কুকুরটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ২০:১৩
Share:

পিটবুল প্রজাতির এ ধরনের এক পোষ্যের হামলার শিকার হয়েছে গাজিয়াবাদের নাবালক। —প্রতিনিধিত্বমূলক ছবি।

নিজের আবাসনের সামনে খেলাধুলোর সময় পিটবুলের আক্রমণে গুরুতর জখম হল সাত বছরের এক নাবালক। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ওই পোষ্যের মালিককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ইটের টুকরো ছুড়ে মারায় নাবালকের উপর ঝাঁপিয়ে পড়ে তার কান কামড়ে ছিঁড়ে নেয় সারমেয়টি। নাবালকের বাবার দাবি, রক্তাক্ত ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আর্তি জানালেও তাতে কর্ণপাত করেননি ধৃতের স্ত্রী।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে গাজিয়াবাদের ক্রসিং রিপাবলিক থানা এলাকায় একটি আবাসনের সামনের পার্কে মায়ের সঙ্গে হাঁটতে বেরিয়েছিল ওই নাবালক। আবাসনের একতলায় বেঁধে রাখা হয়েছিল সেখানকার এক বাসিন্দার পোষ্য পিটবুলটিকে। নাবালকের বাবা চুট্টি সিংহের দাবি, ‘‘ঘটনার সময় রাত সাড়ে ৯টা নাগাদ ফ্ল্যাটে ছিলাম না আমি। ছেলেকে নিয়ে পার্কে হাঁটতে বার হয়েছিলেন আমার স্ত্রী নীলম। স্ত্রী ফ্ল্যাটের ভিতরে গেলে ছেলের উপর ঝাঁপিয়ে পড়ে বীরপালের পিটবুলটি। খবর পেয়ে ফ্ল্যাট থেকে নেমে এসে ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখেন নীলম।’’

পোষ্যের মালিক বীরপালের ছেলে আশুর পাল্টা দাবি, ‘‘ওই ছেলেটিই কুকুরটিকে ক্ষেপিয়ে তোলে। ইটের টুকরো ছুড়ে মারে। লাথি মেরে কুকুরের খাবারের প্লেটও উল্টে দেয়। তাতেই ক্ষেপে ওঠে কুকুরটি। আমার মা গিয়ে ওকে শান্ত করার চেষ্টা করলেও লাভ হয়নি। ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ে কুকুরটি।’’ নাবালকের মা নীলম সিংহ বলেন, ‘‘আমার ছেলের পায়ের মাংস খুবলে নিয়েছে পিটবুলটি। তার কানের একাংশ কামড়ে ছিঁড়ে নিয়েছে। ব্যথা কমানোর ওষুধ দিলেও ছেলের কানে অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’’

Advertisement

রাজধানী দিল্লি, তার আশপাশের এলাকা-সহ উত্তরপ্রদেশে পিটবুলের মতো কয়েকটি ‘হিংস্র’ প্রজাতির সারমেয়কে পোষ্য হিসাবে রাখার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে সংশ্লিষ্ট প্রশাসন। এ ধরনের পোষ্য রাখতে হলে লাইসেন্স থাকা জরুরি। গত বছরের অক্টোবরে পোষ্য কুকুরের হামলার একাধিক ঘটনার জেরে প্রশাসনের নির্দেশ, এ প্রজাতির পোষ্যের উপর সর্বদা নজর রাখতে হবে তার মালিককে।

গাজিয়াবাদ পুরনিগমের এক পশু চিকিৎসক অনুজকুমার সিংহ সংবাদমাধ্যমে বলেন, ‘‘ওই পিটবুলটির পোষ্য হিসাবে রাখার জন্য লাইসেন্স ছিল কি না, তার প্রমাণ দেখাতে বলা হয়েছে। প্রমাণাভাবে ৫,০০০ টাকা জরিমানা করা হবে তার মালিককে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement