rupees 10

Viral: পুরনো ১০ টাকার নোট দিলেই হাতেগরমে মিলবে ২৫ হাজার টাকা, দেখে নিন কী ভাবে

কী সেই শর্ত?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ২২:৩০
Share:

ফাইল চিত্র।

পুরনো ১০ টাকার নোট বেচে ২৫ হাজার টাকা পেতে চান? তা হলে আর দেরি কেন। কয়েনবাজার-এর দেওয়া এই শর্তগুলো মানলেই একেবারে হাতেগরমে ২৫ হাজার টাকা পেয়ে যাবেন।

Advertisement

কী সেই শর্ত?

পুরনো সেই ১০ টাকার নোটের এক পিঠে অবশ্যই থাকতে হবে অশোকস্তম্ভ এবং অন্য পিঠে নৌকার ছবি। নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সিডি দেশমুখের স্বাক্ষর থাকতে হবে। ’১০ রুপিজ’ এই কথাটা ইংরাজি হরফে লেখা থাকতে হবে নোটের পিছনের পিঠের দুই প্রান্তে।

Advertisement

কী ভাবে কয়েন বাজারে সেই নোট বিক্রি করবেন?

প্রথমে কয়েনবাজার ডট কম-এ লগ অন করতে হবে। তার পর ওই ওয়েবসাইটের হোমপেজে ‘ক্লিক অন রেজিস্ট্রেশন’-এ ক্লিক করে বিক্রেতা হিসেবে নিজের নাম রেজিস্টার করতে হবে। তার পর বিক্রির জন্য ১০ টাকার নোটের ঠিক মতো ছবি তুলে সেই ছবি ওয়েবসাইটে আপলোড করতে হবে। কয়েনবাজার সেই নোটের বিজ্ঞাপন দেবে। সেই বিজ্ঞাপন দেখে ক্রেতারা তার পর নোট বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে নেবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement