হল মহম্মদ গাউস নিয়াজ়ি। — ফাইল চিত্র।
দীর্ঘ দিন গ্যাংস্টারকে ধরার চেষ্টা চলছিল। অবশেষে সফল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। দক্ষিণ আফ্রিকা থেকে ধরা হল মহম্মদ গাউস নিয়াজ়িকে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর এক কর্মীর খুনে অভিযুক্ত তিনি। তাঁর মাথার দাম পাঁচ লক্ষ টাকা রেখেছিল এনআইএ।
২০১৬ সালে বেঙ্গালুরুতে খুন হয়েছিলেন আরএসএস কর্মী রুদ্রেশ। অভিযুক্ত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর নেতা নিয়াজি। খুনের পরেই দেশ ছেড়ে পালিয়ে যান নিয়াজ়ি। বিভিন্ন দেশে ছিলেন তিনি। গুজরাতের সন্ত্রাস বিরোধী স্কোয়াড (এটিএস) নিয়াজ়ির খোঁজে নামে। তারা যে তথ্য পেয়েছিল, তা এনআইএকে দেয়। কেন্দ্রীয় সংস্থা দক্ষিণ আফ্রিকা প্রশাসনকে বিষয়টি জানায়। তার পরেই ধরা পড়েন নিয়াজ়ি
গ্রেফতারির পরেই নিয়াজ়িকে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। এখন তাঁকে নিয়ে ভারতে ফিরছে এনআইএর দল। সূত্রের খবর, এখন তাঁকে মুম্বইয়ে নিয়ে আসা হবে। সেখানেই রুদ্রেশের খুনের বিচার চলবে।