ganesh chaturthi

Mumbai Ganesh Chaturthi: মুম্বইয়ে গণেশ চতুর্থীতে কড়াকড়ি, চার পাঁচ জনের বেশি জমায়েত নয় মণ্ডপে

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ ১০:২৯
Share:

মণ্ডপের পথে গণেশ প্রতিমা।

মুম্বইয়ের সবচেয়ে বড় উৎসব গণেশ চতুর্থী। কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সেই উৎসবের উদ্‌যাপনে বিধিনিষেধ জারি করেছে মহারাষ্ট্র সরকার। ক্লাবগুলিও সরকারি নিষেধাজ্ঞা মেনেই আয়োজন করেছে গণেশ পুজোর। চার থেকে পাঁচ জনের বেশি একত্রে জড়ো হওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বইয়ের প্রশাসন।

Advertisement

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। শোভাযাত্রা এবং প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখাও বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বর‌ং নেটমাধ্যমে আরতি এবং পুজো দেখানোর ব্যবস্থা করতে বলা হয়েছে পুজো উদ্যোক্তাদের। কেবলমাত্র কোভিডের দু’টি টিকা যাঁরা পেয়েছেন, তাঁরাই স্বেচ্ছাসেবক হিসাবে মণ্ডপের ভিতরে যেতে পারবেন।

গত কয়েক দিন ধরেই মুম্বইয়ে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার দৈনিক সংক্রমণ সেখানে ৫০০ ছাড়িয়েছে। জুলাইয়ের পর এই প্রথম মুম্বইয়ে ৫০০ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। পুজো মণ্ডপ বা শোভাযাত্রার ভিড় যাতে সংক্রমণ লাগামছাড়া না করে, সে জন্যই প্রশাসনের তরফে জারি করা হয়েছে বিধিনিষেধ।

Advertisement

মুম্বইয়ের পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে বলেছেন, ‘‘মুম্বইয়ের গণপতি উৎসবে সব ধর্ম এবং ভাষার মানুষ যোগ দেন। এই উৎসব ঘিরে সাধারণের উচ্ছ্বাসও থাকে অনেক বেশি। কিন্তু গত কয়েক দিন ধরে মুম্বইয়ে সংক্রমণ বেড়েছে। জন স্বাস্থ্যের কথা মাথায় রেখে কিছু নিষেধাজ্ঞা জারি করা হল।’’ নিষেধাজ্ঞা অমান্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement