দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।
দেশের দৈনিক সংক্রমণ নামল ৩৫ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৭৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩১ লক্ষ ৭৪ হাজার ৯৫৪ জন। আক্রান্তের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৬০ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৯ জনের।
আক্রান্ত কম হতেই কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ২ হাজার ৯৬৮। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৯০ হাজার ৬৪৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হারও কমেছে। প্রায় ১৬ দিন পর তা ফের দু’শতাংশের নীচে নেমেছে।
আক্রান্তের নিরিখে দেশের প্রথমে রয়েছে কেরল। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ হাজার ২০০। কর্নাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা এক থেকে দেড় হাজারের মধ্যেই ঘুরছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় আক্রন্তের সংখ্যা যথাক্রমে ৭২৪ এবং ৭৭১। উত্তর-পূর্ব ভারতের অন্য রাজ্যগুলিতে কমলেও মিজোরামের অবস্থা এখনও লাগামছাড়া। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৫ জন।