Rishikesh

লক্ষ্মণ ঝুলার ভিডিয়োর জন্য ক্ষমা চাইলেন ফরাসি মহিলা, নাকচ নগ্ন থাকার অভিযোগ

হৃষিকেশের লক্ষ্মণ ঝুলায় পোশাক না পরে ভিডিয়ো বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এক ফরাসি মহিলাকে। সেই কাজের জন্য রবিবার ক্ষমা চেয়েছেন ওই ফরাসি মহিলা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২০ ১৫:৩৩
Share:

হৃষিকেশে গঙ্গার উপরে ঝুলন্ত ব্রিজ লক্ষ্মণ ঝুলা। ছবি টুইটার থেকে নেওয়া।

হৃষিকেশের লক্ষ্মণ ঝুলায় পোশাক না পরে ভিডিয়ো বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এক ফরাসি মহিলাকে। সেই কাজের জন্য রবিবার ক্ষমা চেয়েছেন ওই ফরাসি মহিলা। তবে পুরোপুরি উলঙ্গ থাকার অভিযোগ খারিজ করে তিনি জানিয়েছেন, যৌন হয়রানি বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণের জন্যই এই কাজ করেছিলেন।

Advertisement

হৃষিকেশে গঙ্গার উপরে রয়েছে ঝুলন্ত ব্রিজ লক্ষ্মণ ঝুলা। সেখানেই স্বল্পবসনা হয়ে বিভিন্ন স্টান্ট করেছিলেন ২৭ বছরের ফরাসি মহিলা মারি হেলেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর তাঁকে বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ। তার পর জামিনও পেয়েছেন তিনি। পুলিশ অফিসার আরকে সাকলানি বলেছেন, ‘‘তিনি অনলাইনে নেকলেস বিক্রি করেন বলে আমাদের জানিয়েছেন। সেই ব্যবসার প্রচারের উদ্দেশেই ভিডিয়ো বানানো।’’

যদিও এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে হেলেন বলেছেন, ভারতে যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতার জন্যই এই ভিডিয়ো বানিয়েছেন তিনি। বলেছেন, ‘‘প্রতি বার এই ব্রিজ পেরনোর সময় আমি হেনস্থার শিকার হয়েছি। আমার ভারতীয় বোনেদেরও আশা করি এই অভিজ্ঞতা হয়েছে। সে জন্যই আমি স্বল্পবসনা হয়ে ভিডিয়ো করেছি। এ দেশের নিপীড়িত মহিলাদের শিক্ষা ও বিবাহ পরবর্তী যন্ত্রণা থেকে মুক্তির বার্তা দেওয়া ছিল আমার উদ্দেশ্য।’’

Advertisement

অবশ্য এই কাজ করার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। বলেছেন, ‘‘স্থানীয় মানুষজনের ভাবাবেগে আঘাত করার জন্য আমি দুঃখিত। স্থানীয় রীতিনীতি ব্যাপারে আমার ধারণা ছিল না। আমি ক্ষমা চাইছি।’’ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ওই ফুটেজ দেখার পরই আমাদের খবর দেওয়া হয়। বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছিল তাঁকে। তার পর জামিনও পেয়েছেন তিনি।

আরও পড়ুন: আদালতের নিষেধ সত্ত্বেও হায়দরাবাদে মহরমের শোভাযাত্রা!

আরও পড়ুন: আদালত অবমাননায় ১ টাকা জরিমানা প্রশান্ত ভূষণের, না দিলে তিন মাসের জেল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement