National news

সেনার গুলিতে নিহত লুকিয়ে থাকা ৪ সন্ত্রাসবাদী, শহিদ দুই জওয়ানও

সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনার সংঘর্ষে মৃত্যু হল ৪ সন্ত্রাসবাদীর। পাল্টা গুলিতে মারা গিয়েছেন ২ সেনা এবং একজন সাধারণ মানুষও। রবিবার জম্মু-কাশ্মীরের কুলগ্রামের ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৫৭
Share:

প্রতীকী ছবি।

সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনার সংঘর্ষে মৃত্যু হল ৪ সন্ত্রাসবাদীর। পাল্টা গুলিতে মারা গিয়েছেন ২ সেনা এবং একজন সাধারণ মানুষও। রবিবার জম্মু-কাশ্মীরের কুলগ্রামের ঘটনা।

Advertisement

সেনা সূত্রের খবর, কয়েকজন সন্ত্রাসবাদী কুলগ্রামের একটি বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর পাওয়া যায়। এ দিন ভোরেই সেনার একটি দল কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ওই এলাকায় তল্লাশি শুরু করে। শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরে কুলগ্রামের একটি বাড়িতে আস্তানা গেড়েছিল তারা। সেই বাড়ির কাছাকাছি পৌঁছতেই সেনা লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। পাল্টা গুলি চালায় সেনাও। তিনজন সেই বাড়ি ছেড়ে পালাতে সক্ষম হলেও ঘটনাস্থলেই মারা যায় চার সন্ত্রাসবাদী। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ওই বাড়ির মালিকের ছেলের।

তল্লাশি এখনও চলছে।

Advertisement

চলতি মাসের ৪ তারিখেও কাশ্মীরের বারামুলায় পুলিশ-সন্ত্রাসবাদীদের সংঘর্ষ হয়। যাতে গুলিবিদ্ধ হয়ে দুই সন্ত্রাসবাদীর মৃত্যু হয়।

আরও পড়ুন: বিয়ে রুখে বাড়ির চক্ষুশূল, নাবালিকা ছাত্রীর ঘর স্কুলই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement