Accident in Himachal Pradesh

হিমাচলে খাদে গাড়ি, মৃত্যু তিন জনের, এই বর্ষায় রাজ্যে দুর্ঘটনায় মৃত ২৩

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম হরদয়াল (৬৫), রঞ্জনা (৪৭), বর্ষা, নারায়ণ শর্মা। দু’জন মৃতের বয়স জানা যায়নি। দুর্ঘটনার কারণ এখনও জানতে পারেনি পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ১৮:২৫
Share:

ছবি: প্রতিনিধিত্বমূলক।

খাদে গাড়ি পড়ে মৃত্যু হল চার জনের। জখম এক জন। পুলিশ জানিয়েছে, সোমবার হিমাচল প্রদেশের কুলু জেলার রামপুর-কেদাস লিঙ্ক রোডের কাছে খাদে পড়ে এই দুর্ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম হরদয়াল (৬৫), রঞ্জনা (৪৭), বর্ষা, নারায়ণ শর্মা। দু’জন মৃতের বয়স জানা যায়নি। দুর্ঘটনার কারণ এখনও জানতে পারেনি পুলিশ।

প্রবল বর্ষণে হিমাচলে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩ জনের। গত ১৬ মে হিমাচলের সিরমাউর জেলায় খাদে গাড়ি পড়ে মৃত্যু হয়েছিল চার জনের। পুলিশ জানিয়েছিল, তিন জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। এক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।

Advertisement

টানা কয়েক দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল। জলস্রোতে ভেসে গিয়েছে সেতু, জাতীয় সড়কের অংশ। মানালি-কুলু জাতীয় সড়কে একাংশও জলের স্রোতে ভেঙে গিয়েছে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুকু বাসিন্দাদের ২৪ ঘণ্টা বাড়িতে থাকার অনুরোধ করেছেন। ভারী বর্ষণের জেরে ইতিমধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। চলতি বর্ষার মরসুমে বার বার রাস্তায় ধস নেমে দুর্ঘটনাও ঘটেছে হিমাচলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement