Accident

ভারী বৃষ্টির সময় ধাক্কা মেরে জিপকে ১০০ মিটার ঘষটে নিয়ে গেল ট্রাক, দুর্ঘটনায় মৃত্যু চার জনের

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় মহারাষ্ট্রের ঠাণেতে দুর্ঘটনাটি ঘটেছে। আহত আট জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ১৩:৪৩
Share:

দুর্ঘটনাগ্রস্ত জিপ। ছবি: টুইটার।

ট্রাক-জিপের সংঘর্ষে মৃত্যু হল চার জনের। আহত হয়েছেন আরও আট জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠাণেতে। পুলিশ জানিয়েছে, ঠাণের দিকে যাচ্ছিল জিপটি। সেই সময় উল্টো দিক থেকে তীব্র গতিতে এসে ধাক্কা মারে একটি ট্রাক। দুর্ঘটনার অভিঘাতে জিপটিকে ১০০ মিটার দূরত্ব পর্যন্ত ঘষটে নিয়ে যায় ট্রাকটি।

Advertisement

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় দুর্ঘটনাটি ঘটে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভিওয়ান্ডি তালুকার খাদোলি এলাকায় সেই সময় ভারী বৃষ্টি হচ্ছিল। ওই সময়ই উল্টো দিক থেকে এসে জিপটিকে ধাক্কা মারে ট্রাকটি। শেষে জিপটি উল্টে যায়।

Advertisement

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছে। আহত আটজনের মধ্যে রয়েছেন জিপের চালক। স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কিছু দিন আগে, মহারাষ্ট্রের মুম্বই-আগরা মহাসড়কের পাশে একটি ধাবার ভিতরে ঢুকে পড়ে একটি ট্রাক। এই দুর্ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়। জখম হন আরও কয়েক জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement