চলছে আগুন নেভানোর কাজ। ছবি: সংগৃহীত।
মহারাষ্ট্রের রায়গড় জেলায় একটি ওষুধের কারখানায় আগুন লেগে অন্তত চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত চার জন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও বেশ কয়েক জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধার করতে তল্লাশি চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ১১টায় একটি ওষুধ সংস্থার কারখানায় আগুন লাগার খবর পায় তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খবর দেওয়া হয় দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই ওষুধ সংস্থার কারখানাটিতে আগুন লাগে। কারখানায় দাহ্য বস্তু থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।
ওষুধ সংস্থার আধিকারিকেরা জানান, বিস্ফোরণের শব্দ শুনেই কারখানার বাইরে বেরিয়ে আসেন তাঁরা। কারখানায় ব্যারেলের মধ্যে থাকা রাসায়নিক পদার্থের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে শনিবার জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও উদ্ধারকাজ এখনও চলছে। সকাল ৭টা পর্যন্ত ওই কারখানায় কর্মরত ১১ জনের সন্ধান পাওয়া যায়নি। তাঁদের সন্ধানে মরিয়া চেষ্টা চালাচ্ছেন বাহিনীর সদস্যেরা।