newborn

Gujarat: মাটি চাপা দিয়ে পোঁতার পরও জীবিত অবস্থায় উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা!

গুজরাতে এক সদ্যোজাত শিশুকন্যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করলেন এক কৃষক।

Advertisement

সংবাদ সংস্থা

আমদাবাদ শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১০:২৭
Share:

প্রতীকী ছবি।

হঠাৎই শুনতে পেলেন শিশুর কান্নার আওয়াজ। এ দিক-ও দিক তাকাতেই শিউরে উঠলেন এক কৃষক। দেখলেন মাটি থেকে সদ্যোজাত শিশুর হাত বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে হাত দিয়ে মাটি খুঁড়তেই চোখ ছানাবড়া হয়ে গেল ওই কৃষকের!

Advertisement

দেখলেন, কেউ বা কারা মাটিতে পুঁতে দিয়েছে এক সদ্যোজাত শিশুকন্যাকে। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেন ওই কৃষক। এই ঘটনাটি ঘটেছে গুজরাতের সবরকাঁথা জেলার গাম্ভোই গ্রামে।

কৃষকের অভিযোগ, সদ্যোজাত শিশুকন্যাকে মাটিতে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল। ওই শিশুটির শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা গিয়েছে। মাটির মধ্যে আটকে থাকার কারণেই শ্বাসকষ্টের সমস্যা বলে মনে করছেন চিকিৎসকরা। হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুটিকে।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শিশুটির বাবা-মার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। তার বাবা-মায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement