Principal Secretary to PM

প্রধানমন্ত্রীর প্রধান সচিব হিসাবে নিযুক্ত হলেন রিজ়ার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস

২০১৯ সালের ১১ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী মোদীর প্রধান সচিব পদে রয়েছেন আইএএস আধিকারিক পিকে মিশ্র। দ্বিতীয় প্রধান সচিব হিসাবে নিয়োগ করা হল শক্তিকান্তকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪১
Share:
(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং শক্তিকান্ত দাস (ডান দিকে)।

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং শক্তিকান্ত দাস (ডান দিকে)। —ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব হিসাবে নিযুক্ত করা হল রিজ়ার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসকে। শনিবার মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি একটি বিবৃতি দিয়ে নতুন পদে শক্তিকান্তকে নিয়োগের কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যত দিন পদে থাকবেন অথবা পরবর্তী নির্দেশিকা না-বেরোনো পর্যন্ত প্রধান সচিব পদে থাকবেন শক্তিকান্ত।

Advertisement

২০১৯ সালের ১১ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী মোদীর প্রধান সচিব পদে রয়েছেন আইএএস আধিকারিক পিকে মিশ্র। দ্বিতীয় প্রধান সচিব হিসাবে নিয়োগ করা হল শক্তিকান্তকে।

শক্তিকান্ত ১৯৮০ সালের তামিলনাড়ু ক্যাডারের আইএএস আধিকারিক। ২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হন তিনি। ছ’বছর দেশের শীর্ষ ব্যাঙ্কের শীর্ষ পদে থাকার পর গত বছর ডিসেম্বরে অবসরগ্রহণ করেন তিনি। কোভিড অতিমারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আন্তর্জাতিক অর্থনীতি যখন টলমল করছে, তখন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে শক্তিকান্তের ভূমিকার প্রশংসা করেছিলেন অনেক অর্থনীতিবিদই।

Advertisement

আর্থিক বৃদ্ধির হারে গতি আনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের একাংশ সুদ কমানোর বার্তা দিলেও, শক্তিকান্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে সেই পথে হাঁটেননি। দিল্লির অলিন্দে শোনা গিয়েছিল সরকারের সঙ্গে তাঁর দূরত্বের কথাও। এমন দূরত্বের কথা প্রকাশ্যে স্বীকার করেননি শক্তিকান্ত। সেই শক্তিকান্ত ফিরছেন মোদীর প্রধান সচিব হয়ে।

অন্য দিকে, কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি আরও একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, কেন্দ্রের অন্যতম নীতি নির্ধারক সংস্থা নীতি আয়োগের সিইও হিসাবে বিভিআর সুব্রহ্মনিয়ামের কার্যকালের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হচ্ছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে থাকবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement