JD(S) leader Prajwal Revanna

নির্বাচনী বিধিভঙ্গ: প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতির সাংসদ পদ খারিজ কর্নাটক হাই কোর্টে

পরাজিত বিজেপি প্রার্থী নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে প্রোজ্জ্বলের বিরুদ্ধে দু’টি পৃথক আবেদন করেন কর্নাটক হাই কোর্টে। যা ‘আংশিক ভাবে সত্য’ বলে মেনে নিয়েছেন বিচারপতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

বেঙ্গালুরু শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৮
Share:

এইচ ডি দেবগৌড়া এবং প্রোজ্জ্বল রেভান্না। — ফাইল চিত্র।

সাড়়ে চার বছর আগে ভোটের পরেই অনিয়মের অভিযোগ উঠেছিল। শুক্রবার সেই অভিযোগে সায় দিয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি দেবগৌড়ার নাতি প্রোজ্জ্বল রেভান্নার সাংসদপদ খারিজ করার নির্দেশ দিল কর্নাটক হাই কোর্ট। আদর্শ নির্বাচনী বিধি এবং জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী প্রোজ্জ্বলের সাংসদ পদ খারিজ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি কে নটরাজন।

Advertisement

২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকের হাসন কেন্দ্র থেকে কংগ্রেসের সমর্থনে জয়ী হয়েছিলেন জেডিএস প্রার্থী প্রোজ্জ্বল। এক লক্ষ ৪১ হাজারেরও বেশি ভোটে হারিয়েছিলেন বিজেপির এ মঞ্জুকে। কিন্তু পরাজিত বিজেপি প্রার্থী নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে প্রোজ্জ্বলের বিরুদ্ধে দু’টি পৃথক আবেদন করেন হাই কোর্টে। বিচারপতি নটরাজন শুক্রবার তাঁর রায়ে বলেছেন, ‘‘তথ্যপ্রমাণের ভিত্তিতে দেখা যাচ্ছে দু’টি অভিযোগই আংশিক সত্য।’’

মঞ্জুর তরফে কর্নাটক হাই কোর্টে দেবগৌড়ার নাতির বিরুদ্ধে যে দু’টি অভিযোগ আনা হয়েছিল, তার মধ্যে প্রথমটি নির্বাচনী হলফনামায় সম্পত্তি সংক্রান্ত তথ্য গোপনের। দ্বিতীয়টি, ভোট প্রক্রিয়ায় বেআইনি হস্তক্ষেপ এবং অনিয়মের। ঘটনাচক্রে, ২০১৯ সালের লোকসভা ভোটে পরাজয়ের কিছু দিন পরেই বিজেপি ছেড়ে জেডিএসে যোগ দিয়েছিলেন মঞ্জু। মে মাসে কর্নাটকের বিধানসভা ভোটে দেবগৌড়ার দলের টিকিটে দাঁড়িয়ে জয়ীও হন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement