ফাইল চিত্র।
উদ্ধব ঠাকরের শিবিরে আবারও ভাঙন! দলের দল ছাড়লেন লোকসভার প্রাক্তন সাংসদ আনন্দরাও আদসুল। তিনি শিন্ডেবাহিনীতে যোগ দিতে পারেন বলে জল্পনা।
অতীতে অমরাবতী লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন আদসুল। ২০১৯ সালে নির্বাচনে নবনীত রাণার কাছে হেরে যান তিনি। শিবসেনা ছাড়ার খবর সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন আদসুল-পুত্র অভিজিৎ।
এ বার কি শিন্ডে শিবিরে যোগ দেবেন আদসুল? জবাবে অভিজিৎ বলেছেন, ‘‘শিব সৈনিক হিসেবেই থাকবেন বাবা।’’
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই বিদ্রোহের আঁচে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনায় ভাঙন দেখা গিয়েছে। একের পর এক বিধায়ক উদ্ধবের হাত ছেড়ে শিন্ডের হাত ধরেছেন। বিদ্রোহের জেরে শেষমেশ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব। এর পরই বিজেপির সঙ্গে নতুন সরকার প্রতিষ্ঠা করেছেন একনাথরা। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শিন্ডে। উপমুখ্যমন্ত্রী হয়েছেন দেবেন্দ্র ফডণবীস।