maharashtra

Maharashtra: মহারাষ্ট্রে নতুন মন্ত্রিসভায় বিজেপির ২৫ , শিন্ডেসেনার ১৩ জনের সম্ভাবনা উজ্জ্বল!

মহারাষ্ট্রে একনাথ শিন্ডে-বিজেপি সরকারের মন্ত্রিসভা নিয়ে চর্চা শুরু। ১১ জুলাই সুপ্রিম কোর্টের রায়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১৫:৪৭
Share:

ছবি টুইটার।

এক সপ্তাহ হয়েছে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে। এ বার নজরে শিন্ডে-বিজেপি সরকারের মন্ত্রিসভা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নতুন সরকারে বিজেপির ২৫ জনকে মন্ত্রী করা হতে পারে। ১৩ জন মন্ত্রী হতে পারেন শিন্ডে শিবির থেকে। বাকি সদস্যরা নির্দল হবেন।

Advertisement

শিন্ডে-বিজেপি সরকারের মন্ত্রিভায় অধিকাংশ নতুন মুখকে নেওয়া হবে। সূত্রের দাবি, মহারাষ্ট্র নির্বাচনের আগে নতুন মুখদের মন্ত্রিসভায় জায়গা দিয়ে পরীক্ষানিরীক্ষা চালানো হবে। মন্ত্রিসভা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ১১ জুলাই সুপ্রিম কোর্টের রায়ের পর। শিন্ডে-সহ ১৬ বিদ্রোহীর বিধায়ক পদ বাতিলের মামলার শুনানি রয়েছে ওই দিন।

Advertisement

উল্লেখ্য, দীর্ঘ টানাপড়েনের পর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে তৈরি হয়েছে শিন্ডে সরকার। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফডণবীস। গত সোমবার আস্থাভোটে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে শিন্ডে-বিজেপি সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement