ছবি টুইটার।
এক সপ্তাহ হয়েছে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে। এ বার নজরে শিন্ডে-বিজেপি সরকারের মন্ত্রিসভা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নতুন সরকারে বিজেপির ২৫ জনকে মন্ত্রী করা হতে পারে। ১৩ জন মন্ত্রী হতে পারেন শিন্ডে শিবির থেকে। বাকি সদস্যরা নির্দল হবেন।
শিন্ডে-বিজেপি সরকারের মন্ত্রিভায় অধিকাংশ নতুন মুখকে নেওয়া হবে। সূত্রের দাবি, মহারাষ্ট্র নির্বাচনের আগে নতুন মুখদের মন্ত্রিসভায় জায়গা দিয়ে পরীক্ষানিরীক্ষা চালানো হবে। মন্ত্রিসভা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ১১ জুলাই সুপ্রিম কোর্টের রায়ের পর। শিন্ডে-সহ ১৬ বিদ্রোহীর বিধায়ক পদ বাতিলের মামলার শুনানি রয়েছে ওই দিন।
উল্লেখ্য, দীর্ঘ টানাপড়েনের পর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে তৈরি হয়েছে শিন্ডে সরকার। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফডণবীস। গত সোমবার আস্থাভোটে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে শিন্ডে-বিজেপি সরকার।