Tiger

বাঘের খোঁজ পেলেন ডন

ছবি দেখিয়ে আশপাশের গ্রামে বন্যপ্রাণ সংক্রান্ত সচেতনতার বার্তাও ছড়ান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২১ ০৭:২১
Share:

n জাখুমা ডন। নিজস্ব চিত্র।

মিজোরামে বাঘের দেখা মিলল ডনের দৌলতে।

Advertisement

নামে ব্যাঘ্র প্রকল্প হলেও মিজোরামের ডাম্পা জঙ্গলে ২০১৪ সালের পর থেকে আর বাঘের দেখা মেলেনি। টানা চার মরসুম বাঘহীন ব্যাঘ্র প্রকল্প হিসেবে চিহ্নিত হয়েছিল ডাম্পা। বন দফতর হাল ছাড়লেও বনকর্মী জাখুমা ডন নিশ্চিত ছিলেন এই জঙ্গলে বাঘ রয়েছে। তিনি নিজের উদ্যোগে ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কাছ থেকে ক্যামেরা ধার করে গত ফেব্রুয়ারি থেকে জঙ্গলের বিভিন্ন জায়গায় রাখা শুরু করেন। মে মাসের শেষ দিকে ক্যামেরায় ঝোপের পিছনে বাঘের ছবি ধরা পড়ে।

ডব্লুডব্লুআইয়ের বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, ঝোপের পিছনে থাকা ডোরাকাটা প্রাণীটি রয়্যাল বেঙ্গল। ডন বলেন, “আমার এত দিনের বিশ্বাস ও পরিশ্রম সফল হওয়ায় খুব খুশি।”

Advertisement

রাইফেল হাতে বন টহলের পাশাপাশি বনের পশু-পাখির ছবি তোলা তাঁর নেশা। সেই ছবি দেখিয়ে আশপাশের গ্রামে বন্যপ্রাণ সংক্রান্ত সচেতনতার বার্তাও ছড়ান তিনি। জাখুমার জীবনের বিভিন্ন গল্পের উপরে ভিত্তি করে ‘ওয়াকিং ইন দ্য ওয়াইল্ড’ নামে বইওলেখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement