kerala

DYFI: কেরলে যুব সিপিএমের  কমিটিতে রূপান্তরকামী 

সম্মেলনের শেষ পর্ব এবং সেই উপলক্ষে সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএমের পলিটবুরো সদস্য বৃন্দা কারাট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২২ ০৪:৪৬
Share:

কেরলে ডিওয়াইএফআই সমাবেশে বৃন্দা কারাত।

লিঙ্গ বৈষম্য কাটিয়ে সকলের সমানাধিকারের গুরুত্ব প্রতিষ্ঠা করতে এখন নানা পদক্ষেপ করছে সিপিএমের যুব সংগঠন। এ বার কেরলে তাদের রাজ্য কমিটিতে জায়গা পেলেন রূপান্তরকামী লায়া মারিয়া জয়সন। ডিওয়াইএফআইয়ের সংগঠনে এই প্রথম নেতৃত্বস্থানীয় কোনও কমিটিতে লায়াই প্রথম রূপান্তরকামী হিসেবে নজির গড়লেন। পাতানামতিট্টায় শনিবার শেষে হয়েছে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্মেলন। সংগঠনের নতুন রাজ্য সভাপতি হয়েছেন ভি বাসিফ। কয়েক মাস আগে রাজ্য সম্পাদকের দায়িত্ব পাওয়া ভি কে সনোজকেই ওই পদে রেখে দেওয়া হয়েছে। সম্মেলনের শেষ পর্ব এবং সেই উপলক্ষে সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএমের পলিটবুরো সদস্য বৃন্দা কারাট। প্রসঙ্গত, বাংলাতেও তৃতীয় লিঙ্গের (এলজিবিটি) অধিকারকে স্বীকৃতি দিয়ে প্রস্তাব পাশ হয়েছে ডিওয়াইএফআই এবং সিপিএমের কলকাতা জেলা সম্মেলনে। হয়েছে কনভেনশনও। কেরলে কমিটিতে লায়ার স্থান পাওয়া এই প্রক্রিয়াকেই আরও এগিয়ে দিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement