বেণুগোপাল বলেছেন, ‘‘যে কোনও সুস্থ গণতন্ত্রের জন্য সোশ্যাল মিডিয়ার আলোচনায় কোনওরকম বাধা সৃষ্টি করা উচিত নয়।
যে কোনও সুস্থ গণতন্ত্রের জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচনার স্বাধীনতা থাকা একান্ত প্রয়োজন বলে জানিয়ে দিলেন দেশের অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতার পক্ষে জোরাল সওয়াল করেছেন তিনি।
বেণুগোপাল বলেছেন, ‘‘যে কোনও সুস্থ গণতন্ত্রের জন্য সোশ্যাল মিডিয়ার আলোচনায় কোনওরকম বাধা সৃষ্টি করা উচিত নয়। দেশের সর্বোচ্চ আদালত, অর্থাৎ সুপ্রিম কোর্টও বিরল থেকে বিরলতর ঘটনা ছাড়া সোশ্যাল মিডিয়ার আলোচনায় হস্তক্ষেপ করে না।’’ দেশের অ্যাটর্নি জেনারেল আরও মনে করেন, সোশ্যাল মিডিয়ায় কোনওরকম নিয়ন্ত্রণের চেষ্টা করা ‘অপ্রয়োজনীয়’। সরকারেরও তেমন কোনও আইন আনা উচিত নয়। কারণ, দেশে উন্মুক্ত গণতন্ত্র প্রয়োজন। যেখানে আলোচনার পরিসর থাকতেই হবে। তার মধ্যেও যদি কোনও ঘটনা ঘটে, যাতে আইনি পদক্ষেপ করা প্রয়োজন, তাহলে সর্বোচ্চ আদালত সেটা করবে।
আরও পড়ুন: কৃষকদের সঙ্গে কথা বলতে আজই সিংঘু সীমানায় যাচ্ছেন কেজরীবাল
আদালত অবমাননা নিয়ে সুপ্রিম কোর্টের সামগ্রিক ভূমিকা সম্পর্কে বেণুগোপাল বলেছেন, ‘‘যতক্ষণ না পর্যন্ত কোনও বিষয় আদালত অবমাননার দিকে যাচ্ছে, ততক্ষণ আদালত সে বিষয়ে কিছু করবে না। সুপ্রিম কোর্ট বিরল থেকে বিরলতর ক্ষেত্রে আদালত অবমাননার মামলা করে থাকে।’’
আরও পড়ুন: কালকের ভারত বন্ধ ঘিরে ঐক্যের চেষ্টা ছত্রভঙ্গ বিরোধী শিবিরের