Nirmala Sitharaman

Sitharaman: কম ব্যবহৃত সরকারি সম্পত্তির নগদীকরণের ঘোষণা, মালিকানা সরকারের হাতেই

নির্মলা সীতারামনের দাবি, সরকার সম্পত্তি বিক্রির পথে যাচ্ছে না, বরং তা আরও ভাল ভাবে ব্যবহারের রূপরেখা তৈরি হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২১ ২০:১৬
Share:

ফাইল চিত্র

৬ লক্ষ কোটি টাকার ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ চালু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কম ব্যবহার হয়েছে এমন সরকারি সম্পত্তির নগদীকরণ করা হবে এই প্রকল্পে। তবে মালিকানা থাকবে সরকারের হাতেই।

Advertisement

অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় রয়েছে সড়ক, রেল, বিমানবন্দর, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ-সহ একাধিক ক্ষেত্র। নির্মলার দাবি, সরকার সম্পত্তি বিক্রির পথে যাচ্ছে না। বরং তা আরও ভাল ভাবে ব্যবহারের রূপরেখা তৈরি হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, কেবলমাত্র অব্যবহৃত এবং কম ব্যবহৃত বৃহৎ সরকারি সম্পত্তি (ব্রাউন ফিল্ড)-কেই পাইপলাইনের আওতায় আনা হবে। এ জন্য বেসরকারি অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। নির্দিষ্ট সময় পর সরকারকে সম্পত্তি ফিরিয়ে দিতে হবে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাকে।

২০২১-২২ সালের সাধারণ বাজেটে অর্থমন্ত্রী সীতারামন সরকারি সম্পত্তির নগদীকরণের ঘোষণা করেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, আয় বৃদ্ধির উপায় হিসেবে মনিটাইজেশন পাইপলাইনের ব্যবহার করা হবে। সোমবার সেটাই চালু করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement