উত্তরকাশীর মোলদিতে ভেঙে পড়া হেলিকপ্টার। ছবি- টুইটারের সৌজন্যে
উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় বন্যাদুর্গতদের জন্য ত্রাণের প্যাকেট ফেলতে গিয়ে একটি হেলিকপ্টার ভেঙে পড়ায় তিন জনের মৃত্যু হয়েছে। বিদ্যুতের ওভারহেড তারে জড়িয়েই বুধবার ওই দুর্ঘটনা ঘটেছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। হেলিকপ্টারটি ছিল একটি বেসরকারি সংস্থার।
উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন লাল, কো-পাইলট শৈলেশ ও রাজপাল নামে এক স্থানীয় বাসিন্দা। দেহগুলি উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০ সদস্যের একটি দল।
উত্তরকাশীর বিপর্যয় মোকাবিলা দফতরের অফিসার দেবেন্দ্র পাটওয়াল জানিয়েছেন, বন্যাদুর্গতদের জন্য ত্রাণের প্যাকেট ফেলে দিয়ে ফিরে আসার পথেই এ দিন মোলদির কাছে ওই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন- ফুঁসছে যমুনা, উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, হিমাচলে মৃত ২৪, মৃত্যু পঞ্জাব-উত্তরাখণ্ডেও
আরও পড়ুন- জলের তোড়ে ভেসে গেল বাড়ি, মৃত ৬, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিয়ো
প্রাথমিক তদন্তের জন্য ইতিমধ্যেই ঘটনাস্থলে একটি প্রতিনিধিদল পাঠিয়েছে ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।