Aditya Birla Fashion

আদিত্য বিড়লা ফ্যাশনে অংশীদারি কিনছে ফ্লিপকার্ট

সংশ্লিষ্ট মহলের মতে, ফ্লিপকার্টের নজরে ইট-কাঠ-পাথরের দোকান-বাজারের খুচরো ব্যবসায় কুমার মঙ্গলম বিড়লার প্যান্টালুনস-সহ প্রায় ৩০০০টি পোশাকের বিপণি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২০ ০১:৫২
Share:

প্রতীকী চিত্র।

অতিমারির মধ্যে দাঁড়িয়েই দখল বাড়ানোর হাড্ডাডাড্ডি লড়াই দেখছে খুচরো বাজার। এ বার সেই লড়াইয়ে এগিয়ে থাকার সুযোগ নিতে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেলের (এবিএফআরএল) ৭.৮% অংশীদারি কিনছে ওয়ালমার্টের নেট বাজার ফ্লিপকার্ট। বদলে ঢালবে ১৫০০ কোটি টাকা। প্রতিটি শেয়ারের দাম দেবে ২০৫ টাকা।

Advertisement

সংশ্লিষ্ট মহলের মতে, ফ্লিপকার্টের নজরে ইট-কাঠ-পাথরের দোকান-বাজারের খুচরো ব্যবসায় কুমার মঙ্গলম বিড়লার প্যান্টালুনস-সহ প্রায় ৩০০০টি পোশাকের বিপণি। দেশী ও বিদেশি (ফরএভার ২১, আমেরিকান ঈগল আউটফিটার্স ও র‌্যালফ লরেন ইত্যাদি) অসংখ্য ব্র্যান্ড। বহু ব্র্যান্ডের প্রায় ২৩,৭০০টি বিপণি, যেখানে উপস্থিতি রয়েছে আদিত্য বিড়লা ফ্যাশনের। পোশাকের খুচরো ব্যবসায় পায়ের তলার মাটি আরও পোক্ত করতে যাকে কাজে লাগানো যাবে। অন্য দিকে, আদিত্য বিড়লা ফ্যাশন কমাতে পারবে তাদের ধারের বোঝা। গত ৩১ মার্চ পর্যন্ত যার পরিমাণ ছিল ২৭৭৬ কোটি টাকা।

সম্প্রতি প্রতিদ্বন্দ্বী মুকেশ অম্বানীর রিলায়্যান্স রিটেল ভেঞ্চার্স ২৪,৭১৩ কোটি টাকায় ফিউচার গোষ্ঠীর খুচরো-সহ বেশ কিছু ব্যবসাকে কিনে নেওয়ার কথা ঘোষণা করেছে। কেকেআর, সিলভার লেকের মতো বিদেশি লগ্নিকারীদের থেকে পুঁজি জোগাড় করছে নাগাড়ে। খুচরো ব্যবসা দ্রুত বাড়াচ্ছে নেট বাজার অ্যামাজ়নও। রিটেল শিল্প মহলের দাবি, ফ্লিপকার্ট বুঝিয়ে দিল লড়াইয়ে পিছিয়ে নেই তারাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement