House Collapse

ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমের মধ্যেই মৃত্যু একই পরিবারের পাঁচ জনের

আলমবাগ থানার আধিকারিক শিবশঙ্কর মহাদেবন জানান, সতীশ চন্দ্র (৪০) এবং তাঁর পরিবারের সকলে ঘুমিয়ে ছিলেন। তখনই ভেঙে পড়ে ওই বাড়িটির ছাদের একাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৪
Share:

লখনউয়ের এই বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু পাঁচ জনের। ছবি: সংগৃহীত।

বাড়ির একাংশ ভেঙে চাপা পড়লেন একই পরিবারের পাঁচ সদস্য। মৃত্যু হয়েছে পাঁচ জনেরই। লখনউয়ের ঘটনা। শনিবার সকালে আনন্দনগর রেল কলোনি এলাকায় এই ঘটনা হয়েছে।

Advertisement

আলমবাগ থানার আধিকারিক শিবশঙ্কর মহাদেবন জানান, সতীশ চন্দ্র (৪০) এবং তাঁর পরিবারের সকলে ঘুমিয়ে ছিলেন। তখনই ভেঙে পড়ে ওই বাড়িটির ছাদের একাংশ। সকাল ৮টা নাগাদ থানায় খবর দেন স্থানীয়েরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন সতীশের স্ত্রী সরোজিনী দেবী (৩৫), তাঁদের তিন সন্তান হর্ষিত (১৩), হর্ষিতা (১০), অংশ (৫)। পাঁচ জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement