national news

অরুণাচলে পাঁচ যুবককে চিনা বাহিনীর অপহরণের অভিযোগ

এ দিন ভোরে নাচো সার্কলের সেরা-৭ এলাকার একটি জঙ্গল থেকে পাঁচ যুবককে অপহরণ করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

ইটানগর/তিনসুকিয়া শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৪
Share:

অপহৃতদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ছবি: টুইটারের সৌজন্যে।

রাজ্যের আপার সুবর্ণসিরি জেলার নাচো সার্কল এলাকা থেকে পাঁচ যুবককে শনিবার ভোরে চিনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির জওয়ানরা অপহরণ করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনং এরিং। অপহৃতদের এক জনের দাদা প্রকাশ রিংলিংও টুইট করে এই অভিযোগ করেছেন। অপহৃতরা সকলেই স্থানীয় তাজিন সম্প্রদায়ের।

Advertisement

পরে অরুণাচল পুলিশের ডিজি আর আর উপাধ্যায়ও জানিয়েছেন, এ দিন ভোরে নাচো সার্কলের সেরা-৭ এলাকার একটি জঙ্গল থেকে পাঁচ যুবককে অপহরণ করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়া সূত্রে জানা গিয়েছে। তবে অপহৃতদের পরিবারের তরফে সরকারি ভাবে কোনও অভিযোগ পুলিশ পায়নি। ভারতীয় সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। বিকেলে আপার সুবর্ণসিরি জেলার পুলিশ সুপার তারু গুস্সার বলেছেন, ‘‘যেখানে ঘটনাটা ঘটার খবর পাওয়া গিয়েছে সেখানে গভীর জঙ্গল। গাড়ি যায় না। তবে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে। তবে ওই এলাকায় ঢুকতে পায়ে হেঁটে যেতে হবে। তাই রবিবারের আগে কোনও খবর পাওয়া যাবে না।’’ অরুণাচল প্রদেশ সরকার ও ভারতীয় সেনাবাহিনী এখনও পর্যন্ত ওই অপহরণের ঘটনা সম্পর্কে সরকারি ভাবে কিছু জানায়নি।

পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় ও চিনা সেনাবাহিনীর মধ্যে গত কয়েক মাস ধরে চলা উত্তেজনা প্রশমনে শুক্রবারই মস্কোয় চিনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফংহ-র সঙ্গে দু’ঘণ্টা বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ।

Advertisement

তার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এ দিন সকালে ওই অপহরণের ঘটনা ঘটল।

অরুণাচল প্রদেশের পুলিশ সূত্রে খবর, যেখান থেকে পাঁচ যুবককে অপহরণ করা হয়েছে সেই সেরা-৭ এলাকা থেকে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা ১০০ কিলোমিটার দূরে। ওই যুবকরা খুব ভোরে সেরা-৭ এলাকার জঙ্গলে গিয়েছিলেন গাছের গুল্ম সংগ্রহ করতে। তাঁদের ভোর পাঁচটা নাগাদ অপহরণ করা হয় বলে সন্দেহ করা হচ্ছে।

অপহৃতদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তার খবরাখবর নেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে অরুণাচল প্রদেশের পুলিশ।

বস্তুত অপহৃতদের এক জনের দাদা প্রকাশ রিংলিংই প্রথম তাঁর টুইটে পাঁচ জনের নাম জানান। যে পাঁচ যুবককে অপহরণ করা হয়েছে, তাঁদের নাম তনু বাকার, প্রশাত রিংলিং, নগরু দিরি, দোংতু এবিয়া ও তচ সিংকম।

আরও পড়ুন: পরীক্ষায় বিদেশনীতি, জোড়া কৌশল দিল্লির

আরও পড়ুন: ‘সিংঘমের দাপটে নয়, মন জিতুন ভালবাসায়’

পরে সেই টুইটই রিটুইট করেন অরুণাচল প্রদেশের পাসিঘাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিনং এরিং। তিনি জানান, পাঁচ যুবককে পিপলস লিবারেশন আর্মির জওয়ানরা অপহরণ করেছেন বলে তিনি অভিযোগ পেয়েছেন। গত মার্চে আরও এক যুবককে অপহরণ করা হয়েছিল। তবে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় ২১ বছরের ওই যুবক পরে ফিরে আসতে পেরেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement