Fire Cracker Factory

Firecracker explosion: পটকা ব্যবসায়ীর বাড়িতে মজুত বাজিতে আগুন, বিস্ফোরণে মৃত্যু ছ’জনের, আহত আরও আট

স্থানীয়দের দাবি, বাড়ির ভিতরেই একটি কারখানা তৈরি করে বাজি প্রস্তুত হত। আগুন লাগার পর এক ঘণ্টারও বেশি সময় ধরে বাজি ফাটার আওয়াজ পাওয়া যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২২ ১৭:১৫
Share:

বাজি কারখানায় বিস্ফোরণ। ছবি— টুইটার থেকে।

বিহারের সারন জেলার ছাপরায় এক পটকা ব্যবসায়ীর বাড়িতে মজুত করা বাজিতে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু ছ’জনের, আহত অন্তত আট জন। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির একটি অংশ ধুলিসাৎ হয়ে গিয়েছে। বাকি অংশে ছড়িয়ে পড়ে আগুন।

Advertisement

সারনের পুলিশ সুপার সন্তোষ কুমার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ছাপরায় একটি বাড়িতে বাজি মজুত করা ছিল। তাতে আচমকাই আগুন লেগে বিস্ফোরণ হয়। তাতে বাড়িটি ধসে পড়েছে। বিস্ফোরণে বাড়ির ছয় বাসিন্দার মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা আট।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বাড়ির ভিতরেই একটি কারখানা তৈরি করে বাজি প্রস্তুত হত। আগুন লাগার পর এক ঘণ্টারও বেশি সময় ধরে বাজি ফাটার আওয়াজ পাওয়া যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement