Fire

নয়াদিল্লিতে সিবিআইয়ের অফিসে আগুন, হতাহতের খবর নেই

পুলিশ জানিয়েছে, আগুন নাগার পর ওই বিল্ডিং থেকে সেখানকার কর্মীদের বার করে আনা হয়। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ১৩:০৭
Share:

ছবি: সংগৃহীত।

নয়াদিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে আগুন লাগল। বৃহস্পতিবার দুপুরে ওই বিল্ডিংয়ের আগুন লেগে যায় বলে জানিয়েছে সংবাদ সংস্থা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটির সদর দফতরের বিল্ডিং থেকে কালো ধোঁয়া বার হতে দেখা যায়। ওই বিল্ডিংয়ের পার্কিং লট থেকেই কোনও ভাবে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। বিল্ডিংয়ের কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে আগুন নেভাতে পৌঁছন দমকলকর্মীরা। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশ জানিয়েছে, আগুন নাগার পর ওই বিল্ডিং থেকে সেখানকার কর্মীদের বার করে আনা হয়। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। তবে কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement