পুণের গুদামে আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। ছবি: টুইটার।
বিধ্বংসী আগুন লাগল মহারাষ্ট্রের পুণের গঙ্গাধাম চক এলাকার কাছে। রবিবার সকালে একটি গুদামে আগুন লাগে। পরে সেই আগুন আশপাশের আরও কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, প্রায় ২০ থেকে ২৫টি গুদাম ভস্মীভূত হয়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের ২২টি ইঞ্জিন। শেষ খবর অনুযায়ী, এখনও আগুন নেভানোর কাজ চলছে। দমকল সূত্রে খবর, রবিবার সকাল ৯টায় এলাকার একটি গুদামে প্রথম আগুন লেগেছিল। পরে তা অন্যত্র ছড়ায়। কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
বিস্কুট, সিমেন্ট, বৈদ্যুতিক যন্ত্র, আসবাবপত্রের গুদামগুলিতে আগুন ধরে যায়। ওই গুদামগুলির ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে সরানো হয় আশপাশের বাসিন্দাদেরও।